মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থার করা এক অভিযোগের ভিত্তিতে ছায়াকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্রের বন দফতর৷ করা হবে আইনি তদন্ত৷ ফ্রি প্রেস জার্নালকে উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলেয়ার সোসাইটি একটি অভিযোগ দায়ের করেছে ঠানের চিফ কনজারভেটর অব ফরেস্টস অ্যান্ড ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে৷
advertisement
অভিযোগ, ছায়া দাবি করেছেন তিনি মাউস ডিয়ার (বিলুপ্তপ্রায় ইঁদুরে হরিণ), খরগোশ, বন্য শূকর, গোসাপ এবং সজারুর মাংস খেয়েছেন৷ বন্যপ্রাণ সংরক্ষণ আইন, ১৯৭২-এর আওতায় এই প্রতিটি প্রাণীই সুরক্ষিত৷ ফলে এদের মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ৷ অভিযুক্ত ছায়া কদম এবং এই ঘটনায় তাঁর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দাবি করেছে অভিযোগকারী স্বেচ্ছাসেবী সংস্থা৷ এই কাণ্ডে অভিযুক্ত চোরাশিকারি বা নিষিদ্ধ বন্যপ্রাণীর মাংস সরবরাহকারীদেরও সন্ধানের চেষ্টা চলছে৷
তদন্তকারী আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁরা অভিনেত্রী ছায়া কদমের সঙ্গে যোগাযোগ করেছেন৷ শিল্পী জানিয়েছেন তিনি এখন পেশাগত কারণে বাইরে আছেন৷ তাই চার দিন পর মুম্বইয়ে ফিরবেন৷ তদন্তকারীদের মুখোমুখি হওয়ার আগে তিনিও আইনি সাহায্য নিচ্ছেন৷