পরিচালক সংগঠনের সম্পাদক সুদেষ্ণা রায় জানিয়েছেন, মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে। তিনি অন্যান্য পরিচালকদের সঙ্গেও বিষয়টি আলোচনা করেছেন এবং সকলেই আশ্বস্ত হয়েছেন। শ্যুটিং সংক্রান্ত সমস্ত দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসকে জানানো হবে।
advertisement
আগামী ২০ ফেব্রুয়ারির পর, শুভানুধ্যায়ী ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে পরিচালকরাও রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য স্থায়ী সমাধানের রাস্তা খোঁজা।
রবিবার, সেকেন্ড সানডে থাকায় স্টুডিওপাড়ায় শুটিং বন্ধ থাকে। তাই সোমবার থেকে পরিচালকেরা পুরোদমে শ্যুটিং ফ্লোরে ফিরবেন। আপাতত অচলাবস্থা কাটল, তবে আগামী বৈঠকে স্থায়ী সমাধানের দিকেই নজর থাকছে সকলের।
দিন কয়েক ধরেই টলিপাড়ায় উত্তেজনা জারি ছিল। পরিচালকদের ডাকে সাড়া দেননি টেকনিশিয়ানরা, যার ফলে শ্যুটিং নিয়ে তৈরি হয়েছিল অচলাবস্থা। পরিচালক সুদেষ্ণা রায় জানিয়েছিলেন, “যতদিন না আমাদের শর্ত মানা হচ্ছে, ততদিন পরিচালকরা শ্যুটিং থেকে নিজেদের সরিয়ে রাখবেন। আমাদের ছাড়া যদি কাজ চলে, চলুক। আমরা কাউকে বাধা দেব না। কিন্তু আমরা সংঘবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি, শুক্রবার থেকে নিজেদের প্রত্যাহার করব।”