TRENDING:

মন্ত্রীদের আশ্বাসে ফের শুরু হবে শ্যুটিং! অচল অবস্থা কাটিয়ে কবে হাল ফিরবে টলিউডের?

Last Updated:

পরিচালকরা শুটিংয়ে ফিরছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের আশ্বাসে। ২০ ফেব্রুয়ারির পর স্থায়ী সমাধানের জন্য বৈঠক হবে। সোমবার থেকে শুটিং শুরু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অবশেষে কাজের ময়দানে ফিরতে চলেছেন চলচ্চিত্র পরিচালকরা। দীর্ঘ অচলাবস্থার পর, মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের আশ্বাসে পরিচালকদের শ্যুটিং থেকে নিজেদের প্রত্যাহার তুলে নেওয়ার সিদ্ধান্ত।
মন্ত্রীদের আশ্বাসে ফের শুরু হবে শুটিং! অচল অবস্থা কাটিয়ে কবে হাল ফিরবে টলিউডের?
মন্ত্রীদের আশ্বাসে ফের শুরু হবে শুটিং! অচল অবস্থা কাটিয়ে কবে হাল ফিরবে টলিউডের?
advertisement

পরিচালক সংগঠনের সম্পাদক সুদেষ্ণা রায় জানিয়েছেন, মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে। তিনি অন্যান্য পরিচালকদের সঙ্গেও বিষয়টি আলোচনা করেছেন এবং সকলেই আশ্বস্ত হয়েছেন। শ্যুটিং সংক্রান্ত সমস্ত দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসকে জানানো হবে।

আরও পড়ুন- বলিউডের ইতিহাসে প্রথমবার! কোনও অভিনেত্রী এত পারিশ্রমিক নিয়ে ‘ভিলেন’ হবেন…! টেক্কা ববি-সঞ্জয়দের!

আরও পড়ুন- সস্তার এই পাতা ‘সর্বরোগহরা’! দাঁতে ব্যথার যম, মাড়ি থাকে ঝকঝকে…! পেটের অসুখ, চামড়ার রোগ ‘ক্লিন বোল্ড’!

advertisement

আগামী ২০ ফেব্রুয়ারির পর, শুভানুধ্যায়ী ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে পরিচালকরাও রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য স্থায়ী সমাধানের রাস্তা খোঁজা।

রবিবার, সেকেন্ড সানডে থাকায় স্টুডিওপাড়ায় শুটিং বন্ধ থাকে। তাই সোমবার থেকে পরিচালকেরা পুরোদমে শ্যুটিং ফ্লোরে ফিরবেন। আপাতত অচলাবস্থা কাটল, তবে আগামী বৈঠকে স্থায়ী সমাধানের দিকেই নজর থাকছে সকলের।

advertisement

আরও পড়ুন- মৃতদেহ জলে ভাসে, কিন্তু ‘জীবিত’ মানুষ ডুবে যায়! কেন বলুন তো…? প্রকৃতির এই ‘চমক’ বেশিরভাগেরই জানা নেই!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দিন কয়েক ধরেই টলিপাড়ায় উত্তেজনা জারি ছিল। পরিচালকদের ডাকে সাড়া দেননি টেকনিশিয়ানরা, যার ফলে শ্যুটিং নিয়ে তৈরি হয়েছিল অচলাবস্থা। পরিচালক সুদেষ্ণা রায় জানিয়েছিলেন, “যতদিন না আমাদের শর্ত মানা হচ্ছে, ততদিন পরিচালকরা শ্যুটিং থেকে নিজেদের সরিয়ে রাখবেন। আমাদের ছাড়া যদি কাজ চলে, চলুক। আমরা কাউকে বাধা দেব না। কিন্তু আমরা সংঘবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি, শুক্রবার থেকে নিজেদের প্রত্যাহার করব।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মন্ত্রীদের আশ্বাসে ফের শুরু হবে শ্যুটিং! অচল অবস্থা কাটিয়ে কবে হাল ফিরবে টলিউডের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল