TRENDING:

Koffee With Karan 7: কফি উইথ করণে এবার দেখা যাবে না রণবীর কাপুরকে, কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:

এবং তারই সঙ্গে জানিয়েছেন, আদৌ করণ কি কফি খেতে পছন্দ করেন? (Koffee With Karan 7)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কফি উইথ করণের সিজন সেভেন শুরুর আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ডিজনি প্লাস হটস্টারে ৭ জুলাই থেকে দেখা যাবে কফি উইথ করণ। জনপ্রিয় এই শো শুরু হওয়ার আগে নিউজ ১৮ ডট কমকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন করণ জোহর। কীভাবে এই শো এত জনপ্রিয় হয়েছে, সেলেবরা এই শো-তে কেন নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে পিছপা হন না, তা নিয়ে আলোচনা করেছেন করণ। এবং তারই সঙ্গে জানিয়েছেন, আদৌ করণ কি কফি খেতে পছন্দ করেন? (Koffee With Karan 7)
Koffee With Karan 7
Koffee With Karan 7
advertisement

কফি উইথ করণের এত জনপ্রিয়তার পিছনে কারণ কী? করণ বলেছেন, 'প্রথম সিজনের কথা ভাবলে এখন মনে পড়ে, কী উৎসাহ ছিল সেই সময়। প্রতি সিজনে আমি আরও সহজ হয়েছি। আমার মনে হয়, সেলেবরাও পছন্দ করেন এমন রসাল আলোচনা করতে। যার ফলে আলোচনাটা এতটা জনপ্রিয়তা পায়। তার পাশাপাশি আমার সঙ্গে সকলেরই ভালো সম্পর্ক রয়েছে। ফলে আমার শো-তে এসে তাঁরা অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।'

advertisement

আরও পড়ুন: 'ও তো সবারই প্রাক্তন', জাহ্নবীর হাতে তালি মেরে কাকে টার্গেট সারার?

তবে রণবীর কাপুরকে এবারের সিজনে দেখা যাবে না। কিন্তু কেন? ট্রেলারে ইতিমধ্যেই আলিয়া ভাট ও রণবীর সিংকে দেখা গিয়েছে। তবে কেন রণবীর আসবেন না? এই প্রশ্নের জবাবে করণ বলেছেন, 'রণবীর মনে করে এই শো-তে এলে ও বিরাট বিপদে পড়বে। এই শো ওকে বহু বছর তাড়িয়ে বেড়িয়েছে। অনেক সেলেবই খুব প্রাইভেট থাকতে পছন্দ করেন। এবং তাতে আমার কোনও আপত্তি নেই। আমার মনে হয়, যে এই শো-তে এলে স্বাচ্ছন্দ বোধ করবেন না, তাঁর না আসাই ভালো।'

advertisement

আরও পড়ুন: রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি বাণীর, ভক্তরা বলছেন, 'আলিয়া আসছে কিন্তু'!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে করণ জোহরের বহু-চর্চিত শো 'কফি উইথ করণ'-এর সিজন সেভেনের ট্রেলার। এবং সেখানে দেখা গিয়েছে, করণের কফি কাউচে এবার কারা অতিথি হয়ে আসতে চলেছেন। এখনও পর্যন্ত রয়েছেন বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, শাহিদ কাপুর, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, বিজয় দেবরকোন্ডা, সামান্থা রুথ প্রভু, কিয়ারা আডবানী, টাইগার শ্রফ, কৃতী শ্যানন, রণবীর সিং ও আলিয়া ভাট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee With Karan 7: কফি উইথ করণে এবার দেখা যাবে না রণবীর কাপুরকে, কারণ জানলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল