Ranbir Kapoor Vaani Kapoor: রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি বাণীর, ভক্তরা বলছেন, 'আলিয়া আসছে কিন্তু'!
- Published by:Raima Chakraborty
Last Updated:
সঙ্গে রণবীর কাপুরের সিক্স প্যাক অ্যাবসের ছবিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Ranbir Kapoor Vaani Kapoor)
#মুম্বই: পরিচালক করণ মালহোত্রার 'শামশেরা' ছবির মুক্তির দিন ঘোষণা হল মঙ্গলবার। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, আগামী ২২ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'শামশেরা'। ছবিটি হিন্দি, তামিল ও তেলগু ভাষায় দেখা যাবে। সঙ্গে রণবীর কাপুরের সিক্স প্যাক অ্যাবসের ছবিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Ranbir Kapoor Vaani Kapoor)
এরই সঙ্গে ছবির নায়ক রণবীরের সঙ্গে প্রথমবার নায়িকা বাণী কাপুর ফটোশ্যুট করেছেন। নতুন ছবিতে দু'জনের রসায়ন কেমন হবে তার ঝলক রয়েছে এই ফটোশ্যুটে। সোশ্যাল মিডিয়ায় এক নিমেষে ঝড় তুলেছে রণবীর কাপুর ও বাণী কাপুরের ঘনিষ্ঠ সব ছবি। এককথায় ভাইরাল হয়েছে সেগুলি। ইনস্টাগ্রামে বাণী শেয়ার করেছেন সেই ছবিগুলি।
advertisement
advertisement
We ABSolutely love Ranbir Kapoor's look 😍 Shamshera releasing in Hindi, Tamil & Telugu. Celebrate #Shamshera with #YRF50 only at a theatre near you on 22nd July. pic.twitter.com/LcosHJlOIo
— Yash Raj Films (@yrf) July 5, 2022
ক্যাপশনে লিখেছেন, 'বাল্লি ও সোনা'। অর্থাৎ তাঁদের দু'জনের চরিত্রের নাম জানিয়েছেন নায়িকা। শামশেরা ছবির প্রচারে বাণী ও রণবীরের এমন ঘনিষ্ঠ ফটোশ্যুট নজর কাড়লেও অনেকে মস্করা করেছেন। রণবীরের পিছনে লাগতে সেখানে ভক্তরা অনেকেই লিখেছেন, 'দূরে সরে দাঁড়াও', 'আলিয়া আসছে কিন্তু'-- এমন নানা মন্তব্য। ছবিগুলি উষ্ণতার পারদ চড়িয়েছে নেটপাড়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: 'একটা ব্যাঙ ও বিছা কি কখনও বন্ধু হতে পারে?', প্রশ্ন করছে 'ডার্লিংস'!
নিজের জাতিকে রক্ষা করার জন্য যোদ্ধা হিসেবে মাঠে নেমেছিলেন এক সাহসী রক্ষাকর্তা, তিনিই হলেন শামশেরা। বহুদিন পর ফের স্ক্রিনে রণবীর কাপুরের জাদু। যশ রাজ ফিল্মসের আদিত্য চোপড়া ছবির প্রযোজক। এই ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্ত, বাণী কাপুর ও আশুতোষ রাণাকে। ২০১৮-র পর ফের ২০২২ সালে পর্দায় ফিরছেন রণবীর কাপুর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2022 9:01 PM IST