TRENDING:

Alam-Ara: ব্ল্যাকে বিকিয়েছিল টিকিট; এমনকী লাঠিচার্জও করেছিল পুলিশ! ৯২ বছর আগে তৈরি হওয়া এই ছবি গড়েছে ইতিহাস

Last Updated:

India First Talkie Film Alam Ara: অনেকেই হয়তো জানেন না প্রথম টকি ফিল্মের কথা। ১৯৩১ সালে ভারতের প্রথম আলোচিত টকি ফিল্ম ‘আলম আরা’ মুক্তি পেয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস প্রায় ১১০ বছরের পুরনো। গত কয়েক দশকে তা সারা বিশ্বেই জনপ্রিয়তা লাভ করেছে। এমনকী, বিভিন্ন পুরস্কারেও ভূষিত হয়েছে। অনেকেই হয়তো জানেন না প্রথম টকি ফিল্মের কথা। ১৯৩১ সালে ভারতের প্রথম আলোচিত টকি ফিল্ম ‘আলম আরা’ মুক্তি পেয়েছিল। যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। শোনা যায়, এই ছবিটি দেখতে আসা ভিড়ের উপর প্রেক্ষাগৃহের বাইরে রীতিমতো লাঠিচার্জও হয়েছিল।
ব্ল্যাকে বিকিয়েছিল টিকিট; এমনকী লাঠিচার্জও করেছিল পুলিশ! ৯২ বছর আগে তৈরি হওয়া এই ছবি গড়েছে ইতিহাস (Photo-Twitter@@NFAIOfficial)
ব্ল্যাকে বিকিয়েছিল টিকিট; এমনকী লাঠিচার্জও করেছিল পুলিশ! ৯২ বছর আগে তৈরি হওয়া এই ছবি গড়েছে ইতিহাস (Photo-Twitter@@NFAIOfficial)
advertisement

এটা শুধুই ছবি নয়, ইতিহাসও বটে!

১৯৩১ সালের ১৪ মার্চ দেশের প্রথম টকি ফিল্মটি মুক্তি পেয়েছিল। সেই দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ সেদিন এমন অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল, যা আজ পর্যন্ত কোনও ছবি মুক্তির সময় ঘটেনি। ইম্পেরিয়াল মুভিটোন প্রডাকশন কোম্পানির প্রযোজনায় তৈরি হয়েছিল আরদেশির ইরানি পরিচালিত ১২৪ মিনিটের ছবি ‘আলম আরা’। এমনকী বলা হয় যে, এই ছবির একটি প্রিন্টও বাজারে পাওয়া যায় না।

advertisement

আরও পড়ুন- দেশের এই রাজ্যগুলিতে সত্যি সত্যি পোকামাকড় রেঁধে খায় মানুষ ! জানতেন কি?

ছবি শুরুর ৬ ঘণ্টা আগেই জমায়েত:

এই ছবির প্রথম শো শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩টের সময়। তবে মানুষের উন্মাদনা এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যে, টিকিট কেনার জন্য সকাল ৯টা থেকেই ম্যাজেস্টিক সিনেমার বাইরে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা।

advertisement

ব্ল্যাকে বিকিয়েছিল টিকিট:

এই ছবিটির টিকিট ৫০-৫০ টাকার ব্ল্যাকে বিক্রি হয়েছে। আর এই পরিমাণ টাকাটা সেই সময়ের জন্য অনেকটাই বেশি ছিল। প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের ভিড় ধীরে ধীরে বাড়তে থাকে। আর তা নিয়ন্ত্রণ করতে পুলিশ অবধি ডাকতে হয়। পরিস্থিতি শোচনীয় হতে শুরু করলে পুলিশ লাঠি চার্জও করতে বাধ্য হয়।

advertisement

আরও পড়ুন– আইপিএল-এর ফাইনালে শেষ ২ বলের ঠিক আগেই কী বলেছিলেন হার্দিক? বিতর্কের মাঝে নীরবতা ভাঙলেন মোহিত

এমনই ছিল ছবির গল্প:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘আলম আরা’ ছবির গল্প এক রাজপুত্র এবং এক যাযাবর কন্যার প্রেমকে ঘিরে আবর্তিত হয়। জোসেফ ডেভিডের লেখা একটি পার্সি নাটকের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল ছবিটি। ভারতের প্রথম টকি ছবিতে ৭টি গান ছিল। ‘দে দে খুদা কে নাম পে’ ভারতীয় সিনেমার প্রথম গান হিসেবে বিবেচিত হয়। এই ছবিতে পৃথ্বীরাজ কাপুর, জুবেইদা, মাস্টার বিট্ঠল, জিল্লো এবং সুশীলের মতো তারকারা অভিনয় করেছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Alam-Ara: ব্ল্যাকে বিকিয়েছিল টিকিট; এমনকী লাঠিচার্জও করেছিল পুলিশ! ৯২ বছর আগে তৈরি হওয়া এই ছবি গড়েছে ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল