Hardik Pandya-Mohit Sharma: আইপিএল-এর ফাইনালে শেষ ২ বলের ঠিক আগেই কী বলেছিলেন হার্দিক? বিতর্কের মাঝে নীরবতা ভাঙলেন মোহিত
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আসলে ওই ম্যাচের শেষ ওভারে বল করার দায়িত্ব ছিল মোহিত শর্মার উপরে। আর তাঁর শেষ দুই বলে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে খেলা রীতিমতো ঘুরিয়ে দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস দলের খেলোয়াড় রবীন্দ্র জাদেজা।
আহমেদাবাদ: গত মাসেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩। চলতি মরশুমের শেষ ম্যাচটায় দর্শকদের উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছিল। গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের হাড্ডাহাড্ডি লড়াই রাত জাগিয়ে রেখেছিল ভক্তদের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে হেরে যাওয়া ম্যাচ রীতিমতো ঘুরিয়ে জিতিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা।
আইপিএল-এর এই মরশুমে তৈরি হয়েছে একাধিক রেকর্ড, সেই সঙ্গে তৈরি হয়েছে নানা মিষ্টি-মজাদার মুহূর্তও। এমনকী চলতি মরশুমের আইপিএল বিভিন্ন বিতর্কেরও জন্ম দিয়েছে। যেমন – শেষ ম্যাচের শেষ ওভারে হার্দিক এবং মোহিতের মধ্যে কথোপকথনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কারণ শেষ ২ বলের আগে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে দেখা গিয়েছিল দলেরই সতীর্থ মোহিত শর্মার সঙ্গে কথা বলতে। কিন্তু কী বলছিলেন, সেটা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক! এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন খোদ মোহিত।
advertisement
advertisement
আসলে ওই ম্যাচের শেষ ওভারে বল করার দায়িত্ব ছিল মোহিত শর্মার উপরে। আর তাঁর শেষ দুই বলে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে খেলা রীতিমতো ঘুরিয়ে দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস দলের খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। তবে এই শেষ ২টি বল করার আগেই হার্দিক এবং মোহিতের মধ্যে কথোপকথনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যথারীতি এই নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞ এমনকী ভক্তরাও। অনেকেই নিজের মতামত জানিয়ে বলেছেন যে, এভাবে ওভারের মধ্যে বোলারকে বিরক্ত করে তাঁর মনঃসংযোগ নষ্ট করে দেওয়া একেবারেই উচিত হয়নি হার্দিকের!
advertisement
এবার এই নিয়ে বিতর্ক ও কাদা ছোড়াছুড়ির মাঝে মুখ খুললেন মোহিত শর্মা। নীরবতা ভেঙে জানালেন যে, হার্দিক জানতে চেয়েছিলেন শেষ দুই বলের জন্য কী পরিকল্পনা তৈরি করেছেন তিনি (মোহিত)। এর বেশি আর কিছুই নয়। সেই সঙ্গে তিনি সমস্ত বিতর্কে জল ঢেলে জানালেন যে, “লোক এই বিষয়টা নিয়ে কথা বলছে ঠিকই। কিন্তু এই সবের কোনও অর্থ নেই।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2023 8:20 PM IST









