কিছুদিন আগে তার অভিনীত বাংলা সিনেমা তার ছোটবেলার শহর রানাঘাটে চলেছে, তার অভিনয় দেখার জন্য মানুষ ভিড়ও করছেন। রাখি গুলজারের ভাইয়ের সঙ্গে পড়াশোনা, খেলাধুলা, এমনকি রাখি গুলজারের সঙ্গে সময় কাটিয়েছেন রাখি গুলজারের বাড়ির দুটি বাড়ি আগে রানাঘাটের এক প্রবীণ বাসিন্দা। রাখি গুলজারের কথা জানতেই ছোটবেলার স্মৃতি তুলে ধরলেন তিনি।
advertisement
রাখি গুলজারকে প্রশংসায় ভরিয়ে দিলেন পাশাপাশি তার সঙ্গে খেলা এবং ইউসুফ স্কুলে পড়াশোনা করা রানাঘাটের আরেক বাসিন্দা। রাখি গুলজারের সঙ্গে কাটানো সেই স্মৃতি তুলে ধরে তার প্রসঙ্গে উচ্ছসিত হয়ে বলেন, গর্ব হয় তার ছোটবেলার বন্ধুর জন্য, রাখি এমন নায়িকা যিনি আজও সবার মনে রয়েছেন। তার অভিনয় ভোলার নয়! বড় বড় নায়কের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। হিন্দি, বাংলা-সহ অনেক আঞ্চলিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন তিনি আমাদের রাখি গুলজার।”
সুতরাং বলা যেতে পারে বাংলার এই ছোট্ট শহর থেকে উঠে আসা স্বর্ণযুগের বলিউডের অন্যতম শ্রেষ্ঠ নায়িকাকে নিয়ে আজও গর্ববোধ করেন গোটা রানাঘাটবাসী।
Mainak Debnath