আরও পড়ুন: বলিউডের চার পুরুষকে নিজের স্বয়ম্বরে চান সারা! করণ জোহর শুনে বললেন, "বউরা দেখছে কিন্তু"
এই মুহূর্তে বলিউড ও শাহরুখ ফ্যানেরা মুখোয়ে রয়েছেন 'পাঠান'-এর জন্য। চমকে চমকে ভরপুর 'পাঠান'! দীর্ঘ শত্রুতা কাটিয়ে ফের একবার এক হচ্চেন সলমন খান ও শাহরুখ! দুই তারকাকেই দেখা যাবে পাঠান সিনেমার একটি অ্যাকশন সিনে, যেখানে তাঁরা রাশিয়ান মাফিয়াদের সঙ্গে লড়াই করবেন, সলমন সেখানে থাকবেন ‘টাইগার’ হিসাবে। এটাও দেখা যাবে রাশিয়ান গান মাফিয়াদের হাত থেকে বন্ধু শাহরুখ খানকে বাঁচাতে আসবেন ‘টাইগার’ সলমন। আদিত্য চোপড়া (Aditya Chopra) এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Sidhdarth Anand) একটা বিশেষ সিন শ্যুট করেছেন সলমনকে নিয়ে যেখানে হাওয়ার মধ্যে হেলিকপ্টারের মধ্যে ঝুলে থাকবেন ভাইজান, পিছনে চলবে টাইগারের থিম মিউজিক। এটা একটি গ্র্যান্ড এন্ট্রি সিন, যা ২০ মিনিট ধরে চলবে এবং ফাঁদে পড়ে যাওয়া শাহরুখের সঙ্গে মিলে ভিলেনদের পরাজিত করবেন ভাইজানও।
advertisement
আরও পড়ুন: 'আমি কিছু করিনি, পর্নকাণ্ডে আমায় ফাঁসানো হয়েছে', প্রথম মুখ খুললেন রাজ কুন্দ্রা
শাহরুখ ও সলমনের পুনর্মিলন ছাড়াও পাঠান সিনেমার আরও অনেক হাইলাইট রয়েছে, যেমন দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও জন আব্রাহামের (John Abraham) সঙ্গে বুর্জ খালিফার একদম শীর্ষে শ্যুটিং করা।
