TRENDING:

KIFF 2024: সিনেপ্রেমীদের জন্য সুখবর, শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনী ছবির মাধ্যমে বিশেষ শ্রদ্ধা প্রয়াত পরিচালক তপন সিনহাকে

Last Updated:

KIFF 2024 Schedule: এই উৎসব চলবে আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে আগামী ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গোটা বিশ্বের মানুষকে কাছাকাছি আনার জন্য আবারও অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। যা সিনেমার বাইরে থাকা সমস্ত ব্যবধানকেও লঙ্ঘন করতে পারে। চলতি বছর উদযাপন হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০-তম সংস্করণ।
শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
advertisement

এই উৎসব চলবে আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে আগামী ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। সিনেপ্রেমীদের জন্য এর থেকে খুশির খবর আর কী হতে পারে! কারণ সারা বিশ্বের চলচ্চিত্রের জাদুর সাক্ষী থাকার সুযোগ পাবেন কলকাতার সিনেপ্রেমীরা।

আরও পড়ুন– পার্টিতে তুমুল অশান্তি ! আমিশার গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিলেন মমতার সেক্রেটারি, তারপর যা হল…

advertisement

এই যুগে ডিজিটাল প্রযুক্তিরই রমরমা। অর্থাৎ সেলুলয়েডের জায়গায় এখন ডিজিটাল প্রযুক্তিরই বাজার। আর সেখানে চলচ্চিত্র উৎসবের এই সংস্করণে প্রয়াত চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর ৩৫ এমএম-এর ছবি ‘দেবশিশু’ দেখানো হবে।

advertisement

শুধু তা-ই নয়, সারা বিশ্বের ১৮০টিরও বেশি ছবিও দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এই তালিকায় স্থান পেয়েছে শর্টস, তথ্যচিত্র, ওয়ার্ল্ড সিনেমা, এশিয়ান সিনেমা, ভারতীয় চলচ্চিত্র। এর পাশাপাশি বাংলা চলচ্চিত্র তো থাকছেই! তাই শহরে থাকলে এই সুযোগ না হাতছাড়া করাই ভাল!

আগামী ৪ ডিসেম্বর বিকাল ৪টে নাগাদ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে চলেছে। এরপর সেখানেই বিকাল ৫টা ৩০ মিনিট নাগাদ উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ‘গল্প হলেও সত্যি’। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি ধারার এই বাংলা ছবির গল্প লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন তপন সিনহা। এই ছবিতে অভিনয় করেছেন রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, যোগেশ চট্টোপাধ্যায়, ছায়া দেবী, চিন্ময় রায়, বঙ্কিম ঘোষ এবং অন্যান্যরা।

advertisement

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বেলজিয়ামের ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (এফআইএপিএফ) দ্বারা স্বীকৃত। এবারের চলচ্চিত্র উৎসেব অংশগ্রহণের জন্য জমা পড়েছে ২৪৫৯টি ছবি। এর পাশাপাশি কম্পিটিশন ক্যাটাগরিতে নমিনেশন হয়েছে ৪২টি ফিচার এবং ৩০টি শর্টস এবং ডকুমেন্টারি ছবি। এছাড়া নন-কম্পিটিশন ক্যাটাগরিতে জমা পড়েছে ১০৩টি ছবি। ২৯টি দেশ অংশগ্রহণ করেছে এই উৎসবে। ২০টি জায়গায় দেখানো হবে ১৭৫টি ছবি।

advertisement

আর যেসব জায়গায় ছবি প্রদর্শিত হবে, সেই জায়গাগুলির তালিকায় রয়েছে নন্দন ১, নন্দন ২, নন্দন ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ ১, নবীনা, নিউ এম্পায়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ২, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো, মনি স্কোয়ার এবং গ্লোব সিনেমা।

এছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩০-তম সংস্করণের ‘ফোকাস কান্ট্রি’ হল ফ্রান্স। ফলে দেখানো হবে ২১টি ফ্রেঞ্চ ফিল্ম। সেই সঙ্গে থাকছে ‘আনহার্ড ইন্ডিয়া’-ও। অর্থাৎ দেশের ৬টি বিরল ভাষার ছবি এখানে দেখানো হবে।

উৎসবে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাসত্রোইআনি, সের্গেই পারাজানভ, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কিনেনি নাগেশ্বর রাও, বংশী চন্দ্র গুপ্ত, মহম্মদ রফি, তালাত মাহমুদ এবং মদন মোহনের মতো সিনে দুনিয়ার বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের। এর পাশাপাশি বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে কুমার সাহানি, আলান ডেলন, অনুপ কুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী এবং মনোজ মিত্রের উদ্দেশ্যে।

আরও পড়ুন– ‘জানেন, আমার বাবা কে?’ ট্র্যাফিক পুলিশ ধরতেই ফুঁসে উঠল সিআইডি ইন্সপেক্টরের ছেলে, তারপর যা হল…

এমনিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবি দেখানোর পাশাপাশি চলে বিভিন্ন সেমিনার এমনকী সিনেমা সংক্রান্ত আলাপ-আলোচনাও। তাহলে দেখে নেওয়া যাক, এবারের উৎসবে কী কী ইভেন্ট রাখা হচ্ছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইভেন্ট:

১. আগামী ৫ ডিসেম্বর দুপুর ২টো ৩০ মিনিটে শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে ‘পার্সেপশন চেঞ্জ ইন সিনেমা উইথ চেঞ্জেস ইন টেকনোলজি’।

২. আগামী ৬ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে ‘ইন্টারঅ্যাকশন উইথ বিদ্যা বালান বাই সঙ্গীতা দুয়া’।

৩. আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টেয় শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’। বক্তা হিসেবে থাকবেন আর বাল্কি।

৪. আগামী ৭ ডিসেম্বর বিকেল ৪টেয় শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে ‘ইনটলারেন্স, গ্লোবাল জাস্টিস অ্যান্ড দ্য মিডিয়া’।

৫. আগামী ৮ ডিসেম্বর বিকেল ৪টেয় শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে ‘জব্বর প্যাটেল ইন কনভার্সেশন উইথ শমীক বন্দ্যোপাধ্যায়’।

৬. আগামী ৯ ডিসেম্বর দুপুর ২টো ৩০ মিনিটে শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে ‘হোয়াট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল সিনেমা?’

৭. আগামী ৯ ডিসেম্বর বিকেল ৪টেয় শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে ‘এক্সপ্লোশন অফ শর্টস অ্যান্ড ডকুমেন্টারিজ ইন দ্য ডিজিটাল এরা’।

৮. আগামী ১০ ডিসেম্বর দুপুর ২টো ৩০ মিনিটে শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে ‘ফিল্ম ফেস্টিভ্যালস: দেন অ্যান্ড নাও’।

৯. আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় কেআইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘ট্রিবিউট টু কুমার সাহানি’।

১০. আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টায় নন্দন ৩-তে অনুষ্ঠিত হবে ‘ইমেজ টু মুভিং ইমেজেস ফিল্ম বাই আর্টিস্টস’।

১১. আগামী ১১ ডিসেম্বর দুপুর ৩টেয় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে ‘সেন্টেনারি ট্রিবিউট টু তপন সিনহা ফলোড বাই ফেলিসিটেশন অফ অ্যাক্টর্স অ্যান্ড টেকনিশিয়ান্স অফ তপন সিনহা ফিল্মস’।

এর পাশাপাশি আগামী ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় একতারা মঞ্চে অনুষ্ঠিত হবে সিনে আড্ডা। আর আগামী ১১ ডিসেম্বর বিকেল ৫টা নাগাদ রবীন্দ্র সদনে সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে এই চলচ্চিত্র উৎসবের সমাপ্তি ঘটবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
KIFF 2024: সিনেপ্রেমীদের জন্য সুখবর, শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনী ছবির মাধ্যমে বিশেষ শ্রদ্ধা প্রয়াত পরিচালক তপন সিনহাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল