Mamta Kulkarni-Ameesha Patel: পার্টিতে তুমুল অশান্তি ! আমিশার গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিলেন মমতার সেক্রেটারি, তারপর যা হল…

Last Updated:
Mamta Kulkarni and her secretary once allegedly physically threatened Ameesha Patel: মমতার কেরিয়ারের সবথেকে চর্চিত ঘটনা। মরিশাসে ঘটা এই ঘটনা ট্যাবলয়েডের গসিপে জায়গা করে নিয়েছিল।
1/6
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হল মমতা কুলকার্নি। শুধু অভিনয়ের জাদুতে নয়, নিজের বিতর্কিত মন্তব্য ও কাজের জন্য বরাবরই চর্চার কেন্দ্রে থাকতেন তিনি। তবে আর এক অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে একবার উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। যেটা মমতার কেরিয়ারের সবথেকে চর্চিত ঘটনা। মরিশাসে ঘটা এই ঘটনা ট্যাবলয়েডের গসিপে জায়গা করে নিয়েছিল।
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হল মমতা কুলকার্নি। শুধু অভিনয়ের জাদুতে নয়, নিজের বিতর্কিত মন্তব্য ও কাজের জন্য বরাবরই চর্চার কেন্দ্রে থাকতেন তিনি। তবে আর এক অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে একবার উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। যেটা মমতার কেরিয়ারের সবথেকে চর্চিত ঘটনা। মরিশাসে ঘটা এই ঘটনা ট্যাবলয়েডের গসিপে জায়গা করে নিয়েছিল।
advertisement
2/6
ঝামেলার শিকড়: মরিশাসে মিউচুয়াল বন্ধুদের একটি ব্যক্তিগত পার্টিতে এই ঘটনা ঘটেছিল। নিমন্ত্রণের ভিত্তিতেই প্রবেশাধিকার দেওয়া হয়েছিল অতিথিদের। মশালা ম্যাগাজিনের একটি রিপোর্ট অনুযায়ী, একটি তুচ্ছ কারণে মমতা আর ওয়েটারের মধ্যে বিবাদ তৈরি হয়। আসলে পার্টিতে দেওয়া মাংসের মান একেবারেই পছন্দ হয়নি আমন্ত্রিত মমতার। তিনি সঙ্গে সঙ্গে সেটা তুলে ধরেন। এরপর ওয়েটার জানান, মাংসটি মুরগির নয়, বরং হরিণের। মমতা আশ্বস্ত তো হননি, বরং ঘটনাস্থলে তুলকালাম শুরু করেন। সেখানে ওই সময় উপস্থিত ছিলেন আমিশা প্যাটেলও। মমতার আচরণ নিয়ে মন্তব্য করেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে মমতার আচরণের বিরুদ্ধে প্রশ্নও তোলেন। আর তা কানে যেতেই রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠে আমিশার সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেন মমতা।
ঝামেলার শিকড়: মরিশাসে মিউচুয়াল বন্ধুদের একটি ব্যক্তিগত পার্টিতে এই ঘটনা ঘটেছিল। নিমন্ত্রণের ভিত্তিতেই প্রবেশাধিকার দেওয়া হয়েছিল অতিথিদের। মশালা ম্যাগাজিনের একটি রিপোর্ট অনুযায়ী, একটি তুচ্ছ কারণে মমতা আর ওয়েটারের মধ্যে বিবাদ তৈরি হয়। আসলে পার্টিতে দেওয়া মাংসের মান একেবারেই পছন্দ হয়নি আমন্ত্রিত মমতার। তিনি সঙ্গে সঙ্গে সেটা তুলে ধরেন। এরপর ওয়েটার জানান, মাংসটি মুরগির নয়, বরং হরিণের। মমতা আশ্বস্ত তো হননি, বরং ঘটনাস্থলে তুলকালাম শুরু করেন। সেখানে ওই সময় উপস্থিত ছিলেন আমিশা প্যাটেলও। মমতার আচরণ নিয়ে মন্তব্য করেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে মমতার আচরণের বিরুদ্ধে প্রশ্নও তোলেন। আর তা কানে যেতেই রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠে আমিশার সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেন মমতা।
advertisement
3/6
তারকাসুলভ ক্ষমতা এবং ব্যক্তিগত অপমান: এরপর দুই তারকা অভিনেত্রীর ঝগড়া ব্যক্তিগত দিকে মোড় নেয়। সূত্রের মতে, মমতা উপহাস করে আমিশাকে বলেন, “তুমি তো মরিশাসে এসেছো হেয়ার অয়েলের জন্য শ্যুট করতে? এটাই নয় কি? ভাল, কিন্তু তোমার জেনে রাখা ভাল যে, তুমি যখন সামান্য এক লক্ষ টাকা বেতন পাও, সেখানে আমি এর জন্য ১৫ লক্ষ টাকা পাই। তাহলে তুমিই বল, কে বড় তারকা, তুমি না কি আমি?” (File Photo)
তারকাসুলভ ক্ষমতা এবং ব্যক্তিগত অপমান: এরপর দুই তারকা অভিনেত্রীর ঝগড়া ব্যক্তিগত দিকে মোড় নেয়। সূত্রের মতে, মমতা উপহাস করে আমিশাকে বলেন, “তুমি তো মরিশাসে এসেছো হেয়ার অয়েলের জন্য শ্যুট করতে? এটাই নয় কি? ভাল, কিন্তু তোমার জেনে রাখা ভাল যে, তুমি যখন সামান্য এক লক্ষ টাকা বেতন পাও, সেখানে আমি এর জন্য ১৫ লক্ষ টাকা পাই। তাহলে তুমিই বল, কে বড় তারকা, তুমি না কি আমি?” (File Photo)
advertisement
4/6
পরে এই বিষয়ে আমিশাকে প্রশ্ন করা হলে বিষয়টাকে অতীতের ঘটনা বলে ঝেড়ে ফেলেন তিনি। বলেন যে, “আরে না, অনেক দিন আগের ওই ঘটনাটা তো? উনি তো পাবলিসিটি পাওয়ার জন্য মরিয়া ছিলেন। এটাই আসলে ওঁর কাছে সব। পুরনো কাসুন্দি আর ঘাঁটবেন না।”
পরে এই বিষয়ে আমিশাকে প্রশ্ন করা হলে বিষয়টাকে অতীতের ঘটনা বলে ঝেড়ে ফেলেন তিনি। বলেন যে, “আরে না, অনেক দিন আগের ওই ঘটনাটা তো? উনি তো পাবলিসিটি পাওয়ার জন্য মরিয়া ছিলেন। এটাই আসলে ওঁর কাছে সব। পুরনো কাসুন্দি আর ঘাঁটবেন না।”
advertisement
5/6
ব্যক্তিগত আক্রমণ এবং ফিজিক্যাল থ্রেট: আমিশা পরে অবশ্য নিজেই বর্ণনা করে এ নিয়ে বলেছিলেন যে, “আমরা ডিনার পার্টিতে গিয়েছিলাম। যেখানে খাবার নিয়ে সকলের সঙ্গে ঝামেলা করছিলেন মমতা। আরে মমতাকে ভুলে যান, তাঁর সেক্রেটারি পর্যন্ত মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন।” বিষয়টা থেমে থাকেনি এখানেই। আমিশা বলে বসেন যে, “আপনার যদি অল্প শিক্ষাটুকুও থাকত, তাহলে ভাল হত।”
ব্যক্তিগত আক্রমণ এবং ফিজিক্যাল থ্রেট: আমিশা পরে অবশ্য নিজেই বর্ণনা করে এ নিয়ে বলেছিলেন যে, “আমরা ডিনার পার্টিতে গিয়েছিলাম। যেখানে খাবার নিয়ে সকলের সঙ্গে ঝামেলা করছিলেন মমতা। আরে মমতাকে ভুলে যান, তাঁর সেক্রেটারি পর্যন্ত মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন।” বিষয়টা থেমে থাকেনি এখানেই। আমিশা বলে বসেন যে, “আপনার যদি অল্প শিক্ষাটুকুও থাকত, তাহলে ভাল হত।”
advertisement
6/6
এই মন্তব্যের পর আমিশার গায়ে হাত তোলার হুমকি দেন মমতার সেক্রেটারি। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন অভিনেত্রীর মা। মেয়ের গায়ে হাত তুলতে গেলে মমতার সেক্রেটারির হাত চেপে ধরেন তিনি বলেন যে, “আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহসও করবেন না!” এই হস্তক্ষেপে বিষয়টা সেখানেই আটকে যায়। নাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।
এই মন্তব্যের পর আমিশার গায়ে হাত তোলার হুমকি দেন মমতার সেক্রেটারি। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন অভিনেত্রীর মা। মেয়ের গায়ে হাত তুলতে গেলে মমতার সেক্রেটারির হাত চেপে ধরেন তিনি বলেন যে, “আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহসও করবেন না!” এই হস্তক্ষেপে বিষয়টা সেখানেই আটকে যায়। নাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।
advertisement
advertisement
advertisement