TRENDING:

Amitabh Bachchan Kaun Banega Crorepati 13: KBC-র শেষ এপিসোডে বিশাল চমক, অমিতাভ যা করলেন তা ভাইরাল! দেখুন

Last Updated:

আর সেখানেই অমিতাভ বচ্চনকে টেলিভিশনের পর্দায় প্রথমবার রুটি বেলতে দেখা গিয়েছে (Amitabh Bachchan Kaun Banega Crorepati 13)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি কুইজ শো। এবারের কৌন বনেগা ক্রোড়পতি ১৩-র শেষ এপিসোডের অপেক্ষা এই সপ্তাহেই (Amitabh Bachchan Kaun Banega Crorepati 13)। শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চনের হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে এই শো। এবারের সিজনের শেষ এপিসোডেও রয়েছে একাধিক চমক। ফিল্ম ইন্ডাস্ট্রি ও খেলার দুনিয়ার একাধিক অতিথিকে দেখা যাবে এই এপিসোডে (Amitabh Bachchan Kaun Banega Crorepati 13)। সংশ্লিষ্ট চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় শেষ এপিসোডের নানা ভিডিও শেয়ার করা হয়েছে। আর সেখানেই অমিতাভ বচ্চনকে টেলিভিশনের পর্দায় প্রথমবার রুটি বেলতে দেখা গিয়েছে (Amitabh Bachchan Kaun Banega Crorepati 13)।
KBC-র শেষ এপিসোডে বিশাল চমক, অমিতাভ যা করলেন তা ভাইরাল! দেখুন
KBC-র শেষ এপিসোডে বিশাল চমক, অমিতাভ যা করলেন তা ভাইরাল! দেখুন
advertisement

এই এপিসোডে দেখা যাবে নেহা কক্কর ও বাদশাকে একসঙ্গে। মণীশ পল অমিতাভকে অংশ নেওয়াবেন রুটি তৈরির প্রতিযোগিতায়। সেখানে দিশা পারমারের সঙ্গে রুটি বেলতে দেখা গিয়েছে বলিউডের শাহেনশাকে। এছাড়াও এদিন দেখা যাবে ইরফান পাঠান ও হরভজন সিংকে। হরভজনের বলে অমিতাভকে ক্রিকেট ব্যােট ছয় মারতেও দেখা যাবে এপিসোডে। এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই দর্শকের নজর কেড়েছে।

advertisement

আরও পড়ুন: রাজকীয় বিয়ের পর এবার ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড রিসেপশন, অতিথি তালিকায় ডাক পেলেন কারা?

আরও পড়ুন: ভারতে বিপুল সস্তা হচ্ছে নেটফ্লিক্স, জানুন সর্বনিম্ন দাম!

চণ্ডীগড় করে আশিকি ছবির প্রচারে এদিন এপিসোডে হাজির হয়েছিলেন আয়ুষ্মান খুরানা, বাণী কাপুর ও পরিচালক অভিষেক কাপুর। আয়ুষ্মান ও অমিতাভ গুলাবো সিতাবো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সেই ছবির একটি দৃশ্য রিক্রিয়েট করতেও দেখা যাবে দুই অভিনেতাকে। তা ছাড়াও আয়ুষ্মান এদিন গান গেয়ে শোনান অমিতাভের আবদারে। অমিতাভেরই ছু কর মেরে মন কো গানটি গেয়ে শোনান আয়ুষ্মান।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌন বনেগা ক্রোড়পতি ১০০০ এপিসোড সম্পূর্ণ করার পরপরই সমাপ্তির সপ্তাহ আসছে। শো শুরু হয়েছিল ২০০০ সালে। শাহরুখ খান অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে একটি সিজন হোস্ট করেছিলেন। বাকি ১২টা সিজন হোস্ট করেছেন অমিতাভ বচ্চন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan Kaun Banega Crorepati 13: KBC-র শেষ এপিসোডে বিশাল চমক, অমিতাভ যা করলেন তা ভাইরাল! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল