এই এপিসোডে দেখা যাবে নেহা কক্কর ও বাদশাকে একসঙ্গে। মণীশ পল অমিতাভকে অংশ নেওয়াবেন রুটি তৈরির প্রতিযোগিতায়। সেখানে দিশা পারমারের সঙ্গে রুটি বেলতে দেখা গিয়েছে বলিউডের শাহেনশাকে। এছাড়াও এদিন দেখা যাবে ইরফান পাঠান ও হরভজন সিংকে। হরভজনের বলে অমিতাভকে ক্রিকেট ব্যােট ছয় মারতেও দেখা যাবে এপিসোডে। এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই দর্শকের নজর কেড়েছে।
advertisement
আরও পড়ুন: রাজকীয় বিয়ের পর এবার ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড রিসেপশন, অতিথি তালিকায় ডাক পেলেন কারা?
আরও পড়ুন: ভারতে বিপুল সস্তা হচ্ছে নেটফ্লিক্স, জানুন সর্বনিম্ন দাম!
চণ্ডীগড় করে আশিকি ছবির প্রচারে এদিন এপিসোডে হাজির হয়েছিলেন আয়ুষ্মান খুরানা, বাণী কাপুর ও পরিচালক অভিষেক কাপুর। আয়ুষ্মান ও অমিতাভ গুলাবো সিতাবো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সেই ছবির একটি দৃশ্য রিক্রিয়েট করতেও দেখা যাবে দুই অভিনেতাকে। তা ছাড়াও আয়ুষ্মান এদিন গান গেয়ে শোনান অমিতাভের আবদারে। অমিতাভেরই ছু কর মেরে মন কো গানটি গেয়ে শোনান আয়ুষ্মান।
কৌন বনেগা ক্রোড়পতি ১০০০ এপিসোড সম্পূর্ণ করার পরপরই সমাপ্তির সপ্তাহ আসছে। শো শুরু হয়েছিল ২০০০ সালে। শাহরুখ খান অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে একটি সিজন হোস্ট করেছিলেন। বাকি ১২টা সিজন হোস্ট করেছেন অমিতাভ বচ্চন।