বিয়ের মণ্ডপে প্রবেশ করার সময়ও দারুণ ভাবে সাজানো হয়েছিল ক্যাটরিনার আসার পথ। ফুলের চাদরের ছাউনি তৈরি করে তার নীচে হেঁটে মণ্ডপে ঢুকেছেন কনে। সেই চাদর ধরে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনার সব বোনেরা। সামনেই দেখা গিয়েছে বহুল পরিচিত ক্যাটরিনার বোন ইসাবেলকে। হিন্দু বিয়ের রীতি মেনেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল ক্যাটরিনার গোটা পরিবার। ছবি পোস্ট করে দারুণ বার্তাও দিয়েছেন নায়িকা। লিখেছেন, 'বেড়ে ওঠা, আমরা বোনেরা চিরকালই একে অপরকে রক্ষা করেছি। ওরা আমার শক্তির স্তম্ভ এবং মাটিতে পা রাখার উৎস... আশা করি চিরকাল এমনই থাকবে।'
advertisement
আরও পড়ুন: সমুদ্রের ধারে স্বপ্নের বাড়ি, শুরু নতুন সংসার, কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ি? দেখুন ভিডিও
মণ্ডপের উল্টোদিকে দাঁড়িয়ে কনের জন্য অপেক্ষা করছিলেন ভিকি কৌশল। রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় বিয়ে করেছেন তারকা জুটি। তবে করোনা ওমিক্রনের কথা মাথায় রেখে অতিথি তালিকা বেশি বড় করেননি ভি-ক্যাট। বলিউডের বহু তারকাই এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন না। বলিউডে যাঁরা বন্ধু, তাঁদের একটি করে হাতে লেখা নোট এবং একটি হ্যাম্পার পাঠিয়েছেন ভি-ক্যাট। সেই হাতে লেখা নোটের মাধ্যমে তারকা জুটি (Katrina Kaif Vicky Kaushal wedding) জানিয়েছেন, 'খুব শীঘ্রই দেখা হচ্ছে'। অর্থাৎ বোঝাই যাচ্ছে, খুব শীঘ্রই মুম্বইতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন ভি-ক্যাট।
আরও পড়ুন: ক্যাটরিনাকে 'বউদি' বলে সম্বোধন! ভিকির ভাইয়ের কাণ্ড দেখে মুগ্ধ নেটিজেন
শোনা যাচ্ছে, ছবির শ্যুটিং শেষ হওয়ার পরে নাকি লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট। বলিউড লাইফের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শ্যুটিং সেরে ক্যাটরিনা ও ভিকি যাচ্ছেন ইউরোপে। সেটাই হবে তাঁদের হানিমুন। তবে ইউরোপের একটি বা দুটি দেশ নয়। গোটা মহাদেশের অধিকাংশটাই প্রায় ঘুরে দেখার পরিকল্পনা আছে নবদম্পতির। ইউরোপের বেশ কয়েকটি দেশে বেশ কয়েকদিন ধরে থাকবেন বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সব মিলিয়ে নাকি টানা দু'মাস ইউরোপে হানিমুনের পরিকল্পনা ক্যাটরিনা ও ভিকির। আর তাই ছবির শ্যুটিং সেরে তবেই যাবেন ভি-ক্যাট।