Katrina Kaif and Vicky Kaushal move into their new house:সমুদ্রের ধারে স্বপ্নের বাড়ি, শুরু নতুন সংসার, কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ি? দেখুন ভিডিও

Last Updated:

কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাআড়ি? দেখুন ভিডিও

#মুম্বই: ইটস অফিশিয়াল! এবার তাঁরা স্বামী-স্ত্রী! বিয়ে হয়ে গেল ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের (Vicky Kaushal-Katrina Kaif Wedding)! বৃহস্পতিবার বিকেলেই সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। বিয়ের আসর বসেছিল রাজস্থানের 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'য়! বিয়ের পরের দিনই জয়পুর ছেড়ে মুম্বই চলে আসেন ভি-ক্যাট! ANI সূত্রে খবর, মুম্বই ফিরে নিজেদের নতুন বাড়িতেই 'গৃহপ্রবেশ' করেছেন কপোত-কপোতি (Katrina Kaif and Vicky Kaushal move into their new house)। জয়পুর থেকে ফিরে, শুক্রবার রাতেই সোজা জুহুতে নিজেদের নতুন বাড়িতে আসেন ভিকি ক্যাটরিনা (Katrina Kaif and Vicky Kaushal move into their new house)।
বিগত কিছু মাস ধরেই বাড়ি খুঁজছিলেন ভিকি-ক্যাটরিনা। বৃহস্পতিবার অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে পোস্ট করেন,সদ্য বিবাহিত ভিকি-ক্যাটরিনা এবার থেকে তাঁদের প্রতিবেশী! অনুষ্কা ঠাট্টা করে লেখেন, '' অবশেষে তোমরা বিবাহিত, এবার নতুন বাড়িতে চলে আসবে, আমরা বাঁচব, আর কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে হবে না।''
advertisement
advertisement
কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ি? দেখুন ভিডিও--
advertisement
জুহুতে সমুদ্রের দিকে মুখ করা স্বপ্নের বাড়ি ভিকি-ক্যাটের। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুহুর রাজমহল-এ ৬০ মাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি। ফ্ল্যাট-টি ৮ তলায়, সিকিউরিটি ডিপোজিট হিসেবে ১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছেন অভিনেতা। প্রথম ৩৬ মাসের ভাড়া প্রতি মাসে ৮ লক্ষ টাকা। রিয়েল এস্টেট ব্যবসায়ী বরুণ সিং জানান, '' পরের ১২ মাসের ভাড়া ৮.৪০ লাখ এবং তার পরের ১২ মাসের ভাড়া ৮.৮২ লাখ টাকা।''
advertisement
শোনা যাচ্ছে, তামাম বলিউডের জন্য মুম্বইতে একটি রিসেপশনের আয়োজন করবেন ভি-ক্যাট। তবে এরমধ্যেই কাজে ফিরছেন, খুব শীঘ্রই শ্যুটিং সেটে দেখা যাবে ক্যাটরিনা ও ভিকি-কে। বেশ কিছু ছবির কাজ অর্ধেক হয়ে রয়েছে আর তাই আপাতত হানিমুন স্থগিত রেখেছেন ভি-ক্যাট। (Katrina Kaif Vicky Kaushal Honeymoon)
advertisement
শোনা যাচ্ছে, ছবির শ্যুটিং শেষে নাকি লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন মিঞা-বিবি। বলিউড লাইফের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শ্যুটিং সেরে ক্যাটরিনা ও ভিকি যাচ্ছেন ইউরোপে। সেটাই হবে তাঁদের হানিমুন (Katrina Kaif Vicky Kaushal Honeymoon)। তবে ইউরোপের একটি বা দুটি দেশ নয়। গোটা মহাদেশের সিংহভাগই ঘুরে দেখার পরিকল্পনা আছে নবদম্পতির। সব মিলিয়ে নাকি টানা দু'মাস ইউরোপে হানিমুন করবেন ক্যাটরিনা ও ভিকি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif and Vicky Kaushal move into their new house:সমুদ্রের ধারে স্বপ্নের বাড়ি, শুরু নতুন সংসার, কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ি? দেখুন ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement