Katrina Kaif and Vicky Kaushal move into their new house:সমুদ্রের ধারে স্বপ্নের বাড়ি, শুরু নতুন সংসার, কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ি? দেখুন ভিডিও

Last Updated:

কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাআড়ি? দেখুন ভিডিও

#মুম্বই: ইটস অফিশিয়াল! এবার তাঁরা স্বামী-স্ত্রী! বিয়ে হয়ে গেল ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের (Vicky Kaushal-Katrina Kaif Wedding)! বৃহস্পতিবার বিকেলেই সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। বিয়ের আসর বসেছিল রাজস্থানের 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'য়! বিয়ের পরের দিনই জয়পুর ছেড়ে মুম্বই চলে আসেন ভি-ক্যাট! ANI সূত্রে খবর, মুম্বই ফিরে নিজেদের নতুন বাড়িতেই 'গৃহপ্রবেশ' করেছেন কপোত-কপোতি (Katrina Kaif and Vicky Kaushal move into their new house)। জয়পুর থেকে ফিরে, শুক্রবার রাতেই সোজা জুহুতে নিজেদের নতুন বাড়িতে আসেন ভিকি ক্যাটরিনা (Katrina Kaif and Vicky Kaushal move into their new house)।
বিগত কিছু মাস ধরেই বাড়ি খুঁজছিলেন ভিকি-ক্যাটরিনা। বৃহস্পতিবার অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে পোস্ট করেন,সদ্য বিবাহিত ভিকি-ক্যাটরিনা এবার থেকে তাঁদের প্রতিবেশী! অনুষ্কা ঠাট্টা করে লেখেন, '' অবশেষে তোমরা বিবাহিত, এবার নতুন বাড়িতে চলে আসবে, আমরা বাঁচব, আর কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে হবে না।''
advertisement
advertisement
কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ি? দেখুন ভিডিও--
advertisement
জুহুতে সমুদ্রের দিকে মুখ করা স্বপ্নের বাড়ি ভিকি-ক্যাটের। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুহুর রাজমহল-এ ৬০ মাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি। ফ্ল্যাট-টি ৮ তলায়, সিকিউরিটি ডিপোজিট হিসেবে ১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছেন অভিনেতা। প্রথম ৩৬ মাসের ভাড়া প্রতি মাসে ৮ লক্ষ টাকা। রিয়েল এস্টেট ব্যবসায়ী বরুণ সিং জানান, '' পরের ১২ মাসের ভাড়া ৮.৪০ লাখ এবং তার পরের ১২ মাসের ভাড়া ৮.৮২ লাখ টাকা।''
advertisement
শোনা যাচ্ছে, তামাম বলিউডের জন্য মুম্বইতে একটি রিসেপশনের আয়োজন করবেন ভি-ক্যাট। তবে এরমধ্যেই কাজে ফিরছেন, খুব শীঘ্রই শ্যুটিং সেটে দেখা যাবে ক্যাটরিনা ও ভিকি-কে। বেশ কিছু ছবির কাজ অর্ধেক হয়ে রয়েছে আর তাই আপাতত হানিমুন স্থগিত রেখেছেন ভি-ক্যাট। (Katrina Kaif Vicky Kaushal Honeymoon)
advertisement
শোনা যাচ্ছে, ছবির শ্যুটিং শেষে নাকি লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন মিঞা-বিবি। বলিউড লাইফের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শ্যুটিং সেরে ক্যাটরিনা ও ভিকি যাচ্ছেন ইউরোপে। সেটাই হবে তাঁদের হানিমুন (Katrina Kaif Vicky Kaushal Honeymoon)। তবে ইউরোপের একটি বা দুটি দেশ নয়। গোটা মহাদেশের সিংহভাগই ঘুরে দেখার পরিকল্পনা আছে নবদম্পতির। সব মিলিয়ে নাকি টানা দু'মাস ইউরোপে হানিমুন করবেন ক্যাটরিনা ও ভিকি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif and Vicky Kaushal move into their new house:সমুদ্রের ধারে স্বপ্নের বাড়ি, শুরু নতুন সংসার, কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ি? দেখুন ভিডিও
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement