Nushrratt Bharuccha:'পোশাক কোথায়? শুধু ব্রা পরে নাচছ?' নুসরতকে দেখে রেগে লাল মা-ঠাকুমা

Last Updated:

নুসরতের পোশাকে ঘোর আপত্তি জানালেন মা-ঠাকুমা

#মুম্বই: বলিটাউনের তরুণ তুর্কিদের মধ্যে বেশ নাম করেছে নুসরত বারুচা (Nushrratt Bharuccha)। হালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া 'ছোরি'-তে তাঁর অভিনয় দর্শক থেকে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এর আগে 'প্যার কা পঞ্চনামা' সিরিজেও তাঁর অভিনয় দর্শকদের পছন্দ হয়েছে! তাঁর অন্যতম হিট ছবি ' সোনু কে টিটু কি সুইটি'! সেখানে 'ছোটে ছোটে পেগ' গানে নাচতে দেখা যায় সুন্দরীকে (Nushrratt Bharuccha)! নাচটি দর্শকমহলে সুপারহিট, কিন্তু এই নাচের জন্যই পরিবারের কাছে রীতিমতো 'বকা' খেলেন নায়িকা!
আরজে সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানান, নাচের সিকোয়েন্সটায় তিনি যে পোশাক পরেছিলেন, তা মোটেই পছন্দ হয়নি তাঁর পরিবারের। প্রসঙ্গত, ডান্স সিকোয়েন্সটায় নুসরত পরেছিলেন হাঁটু পর্যন্ত চেরা একটা লাল স্কার্টের সঙ্গে লাল ব্রালেট।
advertisement
যেদিন মিউজিক ভিডিওটি লঞ্চ করে, মা, বাবা আর ঠাকুমার সঙ্গে দেখতে বসেছিলেন নুসরত। নুসরতের ভাষায়, '' মা-ঠাকুমা নাচটা দেখে বিরক্ত হয়ে আমায় জিজ্ঞেস করেছিল, তুমি কী ব্রা পরেছ?'' নুসরতের উত্তর ছিল, '' ওটা ব্রা নয়, ব্রালেট! আজকাল এটা ফ্যাশন, অনেকেই পরে!'' কিন্তু নুসরতের যুক্তিতে চিড়ে ভেজে না! 'ব্রালেট' পা মেয়েকে দেখে মা-ঠাকুমার রাগ মোটেই কমে না!
advertisement
নুসরত আরও জানান, '' ব্রালেট-টা ভাল কাজ করেছিল! আমায় দেখতে ভাল লাগছিল, সবাই বলেছিল! গানটাও হিট করে! আসলে র্দশকও আজকাল বোঝে, সিনেমায় অহেতুক কোনও কিছু করা হয়, যেটুকু প্রয়োজন, সেটুকুই দেখানো হয়। ওই গানটায় ব্রালেট-টা অপরিহার্য ছিল, তাই পরেছি!''
advertisement
কজের জায়গায় ভালই ব্যস্ত রয়েছেন নুসরত। আগামীতে দদেকা যাবে 'হুরদং' ছবিতে, সানি সং আর বিজয় বর্মার বিপরীতে। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, জ্যাকলিন-ও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nushrratt Bharuccha:'পোশাক কোথায়? শুধু ব্রা পরে নাচছ?' নুসরতকে দেখে রেগে লাল মা-ঠাকুমা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement