সংবাদমাধ্যমের খবর, বেশ কিছু দিন আগে থেকেই তিনি অসুস্থ। সে কথা জানাতে চাননি তিনি। কোভিড আক্রান্ত ছিলেন বলেই নাকি 'আইআইএফএ আওয়ার্ড শো'-তে যেতে পারেননি নায়িকা। সেই অনুষ্ঠানে 'সর্দার উধম'-এরহ জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তাঁর স্বামী ভিকি কৌশল। তাতেও ক্যাটরিনা উপস্থিত থাকতে পারেননি।
আরও পড়ুন: ফের আতঙ্ক বলিউডে? কার্তিকের পরেই এবার করোনা আক্রান্ত আদিত্য রায় কাপুর
advertisement
২০২১-এ প্রথম বার করোনা আক্রান্ত হয়েছিলেন কার্তিক আরিয়ান। সে সময় বেশ অনেকদিন ছিলেন কোয়ারেন্টাইনে। এবার ছবির প্রচার কাজে এদিক ওদিক যেতে হয়েছে তাঁকে। ঠিক এক বছর পর ফের একবার করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে যেতে হল কার্তিককে।
'ওম: দ্য ব্যাটল উইদিন' নিয়ে ব্যস্ত ছিলেন আদিত্য। সামনেই ছিল ট্রেলার লঞ্চ। কিন্তু অভিনেতা করোনা আক্রান্ত হওয়ায় সেই তারিখ পিছিয়ে যাচ্ছে। এক সূত্রের কথায়, ছবির ট্রেলার লঞ্চের জন্য একটি বড় ইভেন্ট ছিল সামনেই। কিন্তু যেহেতু আদিত্য করোনা আক্রান্ত হয়েছেন তাই তারিখ পিছিয়ে যাচ্ছে।
কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমারও। দ্বিতীয় বারের জন্য। যার জন্য শেষ পর্যন্ত তাঁর আর কান চলচ্চিত্র উৎসবে যাওয়া হয়নি।
আরও পড়ুন: ফের করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান! অভিনেতার শরীর নিয়ে চিন্তায় বলিউড
এই ভাবে কোভিড বাড়তে দেখে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) ফিল্ম স্টুডিওগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে এখন জলসা বা পার্টির আয়োজন না করা হয়। যদি পার্টি হয়, তা হলে যেন তাদের জানানো হয়।