Aditya Roy Kapoor : ফের আতঙ্ক বলিউডে? কার্তিকের পরেই এবার করোনা আক্রান্ত আদিত্য রায় কাপুর

Last Updated:

Aditya Roy Kapoor : আসন্ন ছবি ওম: দ্য ব্যাটল উইদিন নিয়ে ব্যস্ত ছিলেন আদিত্য। সামনেই ছিল ট্রেলার লঞ্চ। কিন্তু অভিনেতা করোনা আক্রান্ত হওয়ায় সেই তারিখ পিছিয়ে যাচ্ছে।

ফের আতঙ্ক বলিউডে? কার্তিকের পরেই এবার করোনা আক্রান্ত আদিত্য রায় কাপুর
ফের আতঙ্ক বলিউডে? কার্তিকের পরেই এবার করোনা আক্রান্ত আদিত্য রায় কাপুর
#মুম্বই: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। শনিবার নিজেই অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর অনুরাগীদের জানিয়েছিলেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আর এবার করোনা আক্রান্ত হলেন আদিত্য রায় কাপুর।
আসন্ন ছবি ওম: দ্য ব্যাটল উইদিন নিয়ে ব্যস্ত ছিলেন আদিত্য। সামনেই ছিল ট্রেলার লঞ্চ। কিন্তু অভিনেতা করোনা আক্রান্ত হওয়ায় সেই তারিখ পিছিয়ে যাচ্ছে। এক সূত্রের কথায়, ছবির ট্রেলার লঞ্চের জন্য একটি বড় ইভেন্ট ছিল সামনেই। কিন্তু যেহেতু আদিত্য করোনা আক্রান্ত হয়েছেন তাই তারিখ পিছিয়ে যাচ্ছে। যদিও আদিত্য নিজে এখনও এই বিষয় কিছু জানাননি।
advertisement
গতকাল শনিবার করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনেছেন কার্তিক আরিয়ান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ভুলভুলাইয়া ২'! এই ছবির প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে কার্তিককে। আর সেই অবাধ ঘোরাফেরাই ফের বিপদ ডেকে আনল কার্তিকের জীবনে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে কার্তিক লিখলেন, "চারিদিকে সব কিছু এত পজিটিভ চলছে দেখে করোনা আর থাকতে পারল না! সেও পজিটিভ হয়ে গেল।"
advertisement
advertisement
২০২১-এ প্রথম বার করোনা আক্রান্ত হয়েছিলেন কার্তিক আরিয়ান। সে সময় বেশ অনেকদিন ছিলেন কোয়ারেন্টাইনে। এবার ছবির প্রচার কাজে এদিক ওদিক যেতে হয়েছে তাঁকে। ঠিক এক বছর পর ফের একবার করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে যেতে হল কার্তিক আরিয়ানকে।
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগে ফের করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমারও। যার জন্য শেষ পর্যন্ত তাঁর আর কান চলচ্চিত্র উৎসবে যাওয়া হয়নি। পর পর আবার অভিনেতারা করোনা আক্রান্ত হচ্ছেন যা নতুন করে উদ্বেগ তৈরি করছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditya Roy Kapoor : ফের আতঙ্ক বলিউডে? কার্তিকের পরেই এবার করোনা আক্রান্ত আদিত্য রায় কাপুর
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement