কিন্তু করিশ্মা-সঞ্জয়ের দাম্পত্যও সুখের হয়নি৷ ১১ বছরের দাম্পত্যের পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ বিচ্ছেদের পথও মসৃণ ছিল না৷ একে অন্যের বিরুদ্ধে কদর্য অভিযোগ এনেছিলেন৷ তাঁদের দুই সন্তান থাকে করিশ্মার সঙ্গেই৷
আরও পড়ুন : গাউনে কি স্যানিটরি ন্যাপকিন? বিচ্ছেদ-গুঞ্জনের মধ্যেই কদর্য ট্রোলিং কিয়ারাকে
গত ২৮ এপ্রিল করিশ্মা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘আস্ক মি এনিথিং’ করেন৷ সেখানে এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন তিনি আবার বিয়ে করবেন কিনা৷ উত্তর দিতে গিয়ে করিশ্মা একটা মজার জিআইএফ শেয়ার করেন৷ উত্তরে লেখেন, ‘ডিপেন্ডস’৷ অর্থাৎ সবই নির্ভর করছে পরিস্থিতির উপর৷
advertisement
আরও পড়ুন : অতীতের সোনালি ক্ষণ এখন স্মৃতি, জন্মদিনে দেখুন অভিষেকের ঘরোয়া মুহূর্ত
দিনকয়েক আগে করিশ্মা পরিবারের বাকিদের সঙ্গে মেতে উঠেছিলেন ভাই রণবীরের বিয়েতে৷ করিশ্মা নিজেই বিয়ের ছবি শেয়ার করেছেন৷ নতুন কনে আলিয়ার হাতের ‘কলিরা’-র অংশ ঝরে পড়ে করিশ্মার উপর৷ একটি ছবিতে দেখা যাচ্ছে করিশ্মা সেই কলিরার টুকরো হাতে ট্রফির মতো ধরে আনন্দে উচ্ছ্বসিত! পঞ্জাবি লোকাচার অনুযায়ী, নতুন কনের হাতের কলিরে যে অবিবাহিত মেয়ের গায়ে পড়বে, তারই বিয়ে হবে এর পর৷
আরও পড়ুন : অতীতের সোনালি ক্ষণ এখন স্মৃতি, জন্মদিনে দেখুন অভিষেকের ঘরোয়া মুহূর্ত
কলিরে ধরে ছবি শেয়ার করেছেন করিশ্মা৷ লিখেছেন ‘‘ইনস্টাগ্রাম বনাম রিয়্যালিটি৷ কলিরে পড়েছে আমার উপর৷’’ লোলো-র বন্ধুরা মন্তব্য বাক্সে লিখেছেন যে এ বার তাঁরই বিয়ের পালা! শিল্পপতি সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে করিশ্মা কপূরের প্রেমের গুঞ্জন ও নায়িকার দ্বিতীয় বিয়ের সম্ভাবনা অনেক দিনই চর্চিত ছিল৷ তবে ইদানীং সেই গুঞ্জন অনেক দিনই স্তিমিত হয়ে পড়েছিল৷ আবার উস্কে দিল করিশ্মার কলিরে-পর্ব ও ‘ডিপেন্ডস’ উত্তর৷