Abhishek Chatterjee Birthday : বাবা-মেয়ের ছুটির হুল্লোড় এখন শুধুই স্মৃতি, সংযুক্তাই এখন ডলের ড্যাড-মম, দেখুন অভিষেকের ঘরোয়া ছবি

Last Updated:
Abhishek Chatterjee Birthday : সংযুক্তার বিশ্বাস, অভিষেক তাঁদের ছেড়ে কোনওদিন যাবেন না৷ যেতে পারবেনই না৷ কারণ ভালবাসা চিরশাশ্বত৷
1/11
ব্যস্ত সূচি, তারকার ভাবমূর্তির বাইরে অভিষেক ছিলেন আদ্যন্ত ঘরোয়া৷ স্বামী এবং বাবা হিসেবে তাঁর কর্তব্যে কোনও খামতি তিনি রাখতেন না৷
ব্যস্ত সূচি, তারকার ভাবমূর্তির বাইরে অভিষেক ছিলেন আদ্যন্ত ঘরোয়া৷ স্বামী এবং বাবা হিসেবে তাঁর কর্তব্যে কোনও খামতি তিনি রাখতেন না৷
advertisement
2/11
সংযুক্তার বিশ্বাস, অভিষেক তাঁদের ছেড়ে কোনওদিন যাবেন না৷ যেতে পারবেনই না৷ কারণ ভালবাসা চিরশাশ্বত৷
সংযুক্তার বিশ্বাস, অভিষেক তাঁদের ছেড়ে কোনওদিন যাবেন না৷ যেতে পারবেনই না৷ কারণ ভালবাসা চিরশাশ্বত৷
advertisement
3/11
মেয়ে ছিল অভিষেকের নয়নের মণি৷ ছুটিতে এভাবেই আননন্দ হুল্লোড়ে মেতে উঠত বাবা-মেয়ের জুটি৷
মেয়ে ছিল অভিষেকের নয়নের মণি৷ ছুটিতে এভাবেই আননন্দ হুল্লোড়ে মেতে উঠত বাবা-মেয়ের জুটি৷
advertisement
4/11
মেয়ে ডল এবং তাঁর নিজের চারপাশে এখনও সব সময় অভিষেকের উপস্থিতি অনুভব করেন সংযুক্তা৷
মেয়ে ডল এবং তাঁর নিজের চারপাশে এখনও সব সময় অভিষেকের উপস্থিতি অনুভব করেন সংযুক্তা৷
advertisement
5/11
শনিবার, অভিষেকের জন্মদিনে মন ছুঁয়ে যাওয়া বার্তা পোস্ট করেছেন সংযুক্তা৷
শনিবার, অভিষেকের জন্মদিনে মন ছুঁয়ে যাওয়া বার্তা পোস্ট করেছেন সংযুক্তা৷
advertisement
6/11
সংযুক্তার আর্জি, এরকমই যত্নবান বাবা ও স্বামী হয়েই যেন থাকেন অভিষেক৷
সংযুক্তার আর্জি, এরকমই যত্নবান বাবা ও স্বামী হয়েই যেন থাকেন অভিষেক৷
advertisement
7/11
চলতি মাসের গোড়ার দিকেই পোর্টব্লেয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার অভিষেককে৷ গ্রহণ করছে কন্যা সাইনা৷
চলতি মাসের গোড়ার দিকেই পোর্টব্লেয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার অভিষেককে৷ গ্রহণ করছে কন্যা সাইনা৷
advertisement
8/11
সংযুক্তা নিজেও একজন স্বাবলম্বী নারী৷ চাকরি করেন বিদেশি সংস্থায়৷ ব্যক্তিগত শোক সামলে আবার যোগ দিয়েছেন অফিসে৷ তিনি এখন মেয়ের ‘ড্যাড-মম’, ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন তিনি৷
সংযুক্তা নিজেও একজন স্বাবলম্বী নারী৷ চাকরি করেন বিদেশি সংস্থায়৷ ব্যক্তিগত শোক সামলে আবার যোগ দিয়েছেন অফিসে৷ তিনি এখন মেয়ের ‘ড্যাড-মম’, ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন তিনি৷
advertisement
9/11
সপ্তম শ্রেণীতে তার প্রথম দিন৷ সাইনা জানে, তার বাবার আশীর্বাদ ও শুভেচ্ছা সঙ্গেই আছে৷
সপ্তম শ্রেণীতে তার প্রথম দিন৷ সাইনা জানে, তার বাবার আশীর্বাদ ও শুভেচ্ছা সঙ্গেই আছে৷
advertisement
10/11
একসঙ্গে পাশাপাশি থাকলে জীবনের সেরা জিনিসগুলিও আরও ভাল হয়ে ওঠে৷ এখনও মনেপ্রাণে বিশ্বাস করেন সংযুক্তা৷
একসঙ্গে পাশাপাশি থাকলে জীবনের সেরা জিনিসগুলিও আরও ভাল হয়ে ওঠে৷ এখনও মনেপ্রাণে বিশ্বাস করেন সংযুক্তা৷
advertisement
11/11
জীবনে চলার পথে সব আঘাতের ঢেউ থেকে এভাবেই সাইনাকে আগলে রাখবে তার বাবা-মা
জীবনে চলার পথে সব আঘাতের ঢেউ থেকে এভাবেই সাইনাকে আগলে রাখবে তার বাবা-মা
advertisement
advertisement
advertisement