Kiara Advani Trolled: গাউনে কি স্যানিটরি ন্যাপকিন? প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই কদর্য ট্রোলিংয়ের শিকার কিয়ারা

Last Updated:

Kiara Advani Trolled: সম্প্রতি এক রেড কার্পেট অনুষ্ঠানে ‘শেরশাহ’ নায়িকাকে দেখা যায় জলপাই-সুবজ থাই-স্লিট গাউনে৷ সেই পোশাক ঘিরেই শুরু যাবতীয় বিতর্ক৷

Kiara Advani
Kiara Advani
মুম্বই : গুঞ্জরিত প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনায় ইতিমধ্যেই ভারী বলিউডের বাতাস৷ তার মধ্যেই কদর্যভাবে ট্রোলড হলেন কিয়ারা আডবাণী৷ সম্প্রতি এক রেড কার্পেট অনুষ্ঠানে ‘শেরশাহ’ নায়িকাকে দেখা যায় জলপাই-সুবজ থাই-স্লিট গাউনে৷ সেই পোশাক ঘিরেই শুরু যাবতীয় বিতর্ক৷
মাথায় পনিটেল, শিশিরভেজা মেকআপে কিয়ারা ওই ইভেন্টে আকর্ষণের মধ্যমণি হয়ে ওঠেন৷ তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই অনুরাগীরা প্রশংসা করেন তাঁর লুকের৷ কিন্তু একইসঙ্গে ধেয়ে আসে তীব্র বিদ্রূপ ও কদর্য মন্তব্য৷ নেটিজেনদের একাংশ প্রশ্ন করেন, কিয়ারা কি পোশাকের উপর স্যানিটরি ন্যাপকিন পরে আছেন? তাঁর জলপাই-সবুজ গাউনের কোমরে একটি ধূসর-সাদা অংশ ঘিরেই ব্যঙ্গ বিদ্রূপ করা হয়৷ অনেকেরই মন্তব্য ওটা আসলে দেখতে স্যানটরি ন্যাপকিনের মতো৷
advertisement
আরও পড়ুন : অতীতের সোনালি ক্ষণ এখন স্মৃতি, জন্মদিনে দেখুন অভিষেকের ঘরোয়া মুহূর্ত
প্রসঙ্গত কিয়ারাকে দেখা যায় ওই অনুষ্ঠানে সাবলীল ভাবেই হাঁটতে৷ তবে হাঁটার মাঝেই হাত দিয়ে তিনি আড়াল করেন পোশাকের নিম্নাংশ৷ তাঁর পোশাকের ফাঁকেও সাদা অংশের ঈষৎ আভাস পাওয়া যায়৷ সেটা নিয়েও অনেকেই কটাক্ষ করেন৷ এক নেটিজেনের আবার বক্তব্য, কিয়ারা নকল করেছেন দীপিকার মেকআপের ধরন, হাঁটার ভঙ্গি এবং আলিয়ার মুখের অঙ্গভঙ্গি৷ কটূক্তি স্রোতে ভেসে আসে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জনও৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  বাকি সব বাদ দিন, উজ্জ্বল ত্বকের জন্য হাতে হলুদ নিন
কাজের দিকে কিয়ারাকে দেখা যাবে ‘ভুল ভুলাইয়া২’-তে কার্তিক আরিয়ান এবং তব্বুর সঙ্গে৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০ মে৷ এছাড়া ‘যুগ যুগ জীয়ো’ ছবিতে কিয়ারা অভিনয় করছেন বরুণ ধওয়নের বিপরীতে৷ এই ছবিতে অনিল কপূর, নীতু কপূর, মনীষ পাল, প্রাজক্তা কোলি অভিনয় করছেন মুখ্য ভূমিকায়৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২২-এর ২৪ জুন৷ পরিচালক শঙ্করের ‘রাম চারণ’-এও অভিনয় করছেন কিয়ারা৷ ভিকি কৌশল এবং ভূমি পেডনেকরের সঙ্গে ‘গোবিন্দ নাম মেরা’-তেও স্ক্রিন শেয়ার করছেন তিনি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiara Advani Trolled: গাউনে কি স্যানিটরি ন্যাপকিন? প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই কদর্য ট্রোলিংয়ের শিকার কিয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement