Turmeric or Haldi : বাকি সব বাদ দিন, উজ্জ্বল ত্বকের জন্য হাতে হলুদ নিন

Last Updated:

Turmeric or Haldi : হলুদ হচ্ছে এমন একটি প্রাকৃতিক প্রসাধনী যা ত্বকের জন্য সব চেয়ে ভাল

হলুদ

অনেক সৌন্দর্য পণ্যে হলুদ ব্যবহার করা হয়, এটি ত্বকের জন্য খুবই উপকারী। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে লাগালে ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া উঠে যায়, যার কারণে ঘাড় পরিষ্কার ও উজ্জ্বল হয়।
হলুদ অনেক সৌন্দর্য পণ্যে হলুদ ব্যবহার করা হয়, এটি ত্বকের জন্য খুবই উপকারী। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে লাগালে ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া উঠে যায়, যার কারণে ঘাড় পরিষ্কার ও উজ্জ্বল হয়।
ব্যথা-বেদনা থেকে সংক্রমণ, সব কিছুতেই কাজ দেয় হলুদ। সব চেয়ে বড় কথা হল, হলুদ হচ্ছে এমন একটি প্রাকৃতিক প্রসাধনী যা ত্বকের জন্য সব চেয়ে ভাল। হলুদে আছে কারকিউমিন বলে একটি বায়ো অ্যাকটিভ উপাদান, যার মধ্যে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। রইল হলুদের নানা গুণাবলীর এক ঝলক।
ত্বক উজ্জ্বল রাখে
হলুদের অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটারি উপাদান ত্বক উজ্জ্বল রাখে। ত্বকের যে স্বাভাবিক আভা সেটাকে তুলে ধরাই হল হলুদের কাজ। একটু হলুদ, মধু আর দই মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন। ১৫-২০ মিনিট রেখে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
অ্যাকনে ত্বকের একটি সাধারণ সমস্যা। অনেক সময় অ্যাকনে কমে গেলেও পিছনে রেখে যায় কালো দাগ। হলুদে যে অ্যান্টিসেপটিক উপাদান আছে সেটি অ্যাকনের জীবাণুকে বাড়তে দেয় না। এক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে একটু দই আর এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিতে পারেন। ২০ মিনিট রেখে ঠাণ্ডা জলে এই প্যাক ধুয়ে নিতে হবে। ভাল ফল পেতে সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করুন।
advertisement
অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদানে ভরপুর বলেই হলুদ ডার্ক সার্কল দূর করতে সক্ষম। দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ দই ও দুই ফোঁটা লেবুর রস দিয়ে প্যাক তৈরি করুন। ডার্ক সার্কলে এই প্যাক লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তার পর শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
advertisement
আরও পড়ুন : ওজন দ্রুত কমিয়ে রোগা হতে চাইলে কোন ডাল খাবেন?
স্ট্রেচ মার্কস দূর করে
স্ট্রেচ মার্কস দূর করতে আধ চা-চামচ হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে স্ট্রেচ মার্কসে লাগাতে হবে। এক ঘণ্টা রেখে ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। তবে এটা ব্যবহার করলে যে স্ট্রেচ মার্ক একেবারে ভ্যানিশ হয়ে যাবে তা নয়,তবে নিয়মিত ব্যবহার করলে দাগ অনেকটাই মিলিয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Turmeric or Haldi : বাকি সব বাদ দিন, উজ্জ্বল ত্বকের জন্য হাতে হলুদ নিন
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement