তাঁদের মধ্যে যে ছোট্ট নবাবও রয়েছে, সে কথা হয়তো অনেকেই জানেন না। করিনা কাপুর খান এবং সইফ আলি খানের ছোট ছেলে জহাঙ্গির আলি খানের এই কাণ্ড শুনে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। ছোট্ট নবাবের কীর্তিতে আদরের বন্যা।
আরও পড়ুন: মর্মান্তিক! সুস্থ অবস্থায় বাথরুমে ঢুকেছিলেন, আর ফিরলেন না বলি অভিনেত্রীর স্বামী!
advertisement
আরও পড়ুন: 'মিসেস চ্যাটার্জি' ছবির তথ্য ভুল! দাবি নরওয়ের রাষ্ট্রদূতের, পাল্টা তোপ সাগরিকার!
সম্প্রতি নিজের চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসে ছেলের কাণ্ড ফাঁস করলেন করিনা। ‘নাটু নাটু’ গান তাঁর ছেলের বড়ই প্রিয়। সেই গানে নাচতে ভালবাসে জেহ। এতই ভালবাসে যে গানটি না চললে খাবার মুখে তোলে না একরত্তি। শুধু তা-ই নয়, ‘নাটু নাটু’-র তেলুগু ভার্শনটিই চালাতে হবে, হিন্দি ‘নাচো নাচো’ চললে তার ভাল লাগে না। করিনার কথায়, ‘‘যে গান দু’বছর বাচ্চার মনজয় করতে পারে, সেই গান এবং ছবি যে দারুণ প্রভাব ফেলতে পারে, তা তো বলাই বাহুল্য।’’
ভারতের জোড়া অস্কার জয়ে গর্বিত করিনা। চলচ্চিত্র জগতের অংশ হিসেবে তিনি অত্যন্ত খুশি বলেই জানালেন। ‘‘আমি খুব গর্বিত যে দর্শকরা আরও বেশি করে সিনেমা দেখছেন। তা হিন্দি ছবিই হোক, আঞ্চলিক ছবি হোক, সমান্তরাল ছবি হোক বা তথ্যচিত্র। লোকেরা ভারতীয় সিনেমাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেই দুনিয়ার সদস্য হিসাবে গর্ব এবং কৃতজ্ঞতায় আমার মন ভরে গিয়েছে।’’