TRENDING:

অনন্যার সঙ্গে কি সম্পর্কে ছেদ, করণের পার্টিতে প্রকাশ্যে আদর খেলায় কৃতী-আদিত্য!

Last Updated:

এ দিকে শোনা যাচ্ছে, 'গেহরাইয়া' ছবির অভিনেত্রীর মন মজেছে আদিত্যে। কবে থেকে বলিপাড়ার এই কপূরের সঙ্গে নাম জড়াল অনন্যার, কেনই বা জড়াল, তার উত্তর স্পষ্ট না হলেও জানা গিয়েছে, দু'জনের মধ্যে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আদিত্য রায় কাপুর  বারের 'কফি উইথ করণ'-এর একটি পর্বেও আসতে পারেননি। কিন্তু তাঁর নাম কোনও বারই যেন বাদ যায় না। কোনও না কোনও ভাবে বলি নায়কের উল্লেখ থাকেই। এ বার কৃতী স্যাননের সঙ্গে বিশেষ সম্পর্কের প্রসঙ্গে তাঁর নাম উঠে এল।
advertisement

'হিরোপান্তি'-র নায়ক-নায়িকা কৃতী এবং টাইগার শ্রফ অতিথি হয়ে এসেছেন করণের কফি আড্ডায়। সেখানেই করণ বলি নায়িকার প্রেম জীবন নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছেন।

করণ কৃতীর কাছ থেকে জানতে চান, ''তুমি তো অনেক দিন ধরেই সিঙ্গেল, প্রেম করবে না? গুঞ্জন রটেছে যে আমার পার্টিতে নাকি তোমায় আর আদিত্যকে এক কোণায় আদর খেলায় মাততে দেখা গিয়েছিল। কেউ কেউ বলছে। তোমাদের নাকি একসঙ্গে খুব ভাল লাগছিল।''

advertisement

আরও পড়ুন: ফের আতঙ্ক বলিউডে? কার্তিকের পরেই এবার করোনা আক্রান্ত আদিত্য রায় কাপুর

কৃতীর উত্তর, ''হ্যাঁ আমদের একসঙ্গে ভাল লাগে দেখতে। কিন্তু তুমি তো আমাকে চেনো, কোণায় গিয়ে আদর করব না। তবে হ্যাঁ আমরা গল্প করছিলাম। খুবই মজার মানুষ আদিত্য। আর কিছুই করিনি।''

এর পরও কৃতীকে প্রশ্ন করা হয়, ''যদি তাঁকে আদিত্যর সঙ্গে প্রেম করতে বলা হয়, কোন কারণে তিনি রাজি হবেন? কোন কারণে রাজি হবেন না?''

advertisement

পর্দার 'মিমি' সপাট জবাব, ''রাজি হওয়ার কারণ, আদিত্য খুবই হট। এবং অনেকেই চান যে আমরা প্রেম করি। তপবে রাজি না হলে তার মূল কারণ হবে আমাদের গানের পছন্দ আলাদা। ও নিশ্চয়ই আমার মতো পঞ্জাবি গান পছন্দ করে না।''

আরও পড়ুন: ঈশানকে ছেড়ে কপূর পরিবারে মন মজল অনন্যার? ১৩ বছরের বড় বলি নায়কের সঙ্গে গুঞ্জন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ দিকে শোনা যাচ্ছে, 'গেহরাইয়া' ছবির অভিনেত্রীর মন মজেছে আদিত্যে। কবে থেকে বলিপাড়ার এই কপূরের সঙ্গে নাম জড়াল অনন্যার, কেনই বা জড়াল, তার উত্তর স্পষ্ট না হলেও জানা গিয়েছে, দু'জনের মধ্যে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে। কিন্তু কেউই এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি নন। পাপারাৎজিরা নাকি দুই তারকাকে এক ফ্রেমে পাওয়ার জন্য ফাঁদ পেতে রেখেছেন৷ কিন্তু হায়, তাঁদের ভাগ্য খোলেনি এখনও পর্যন্ত।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অনন্যার সঙ্গে কি সম্পর্কে ছেদ, করণের পার্টিতে প্রকাশ্যে আদর খেলায় কৃতী-আদিত্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল