Ananya Panday: ঈশানকে ছেড়ে কপূর পরিবারে মন মজল অনন্যার? ১৩ বছরের বড় বলি নায়কের সঙ্গে গুঞ্জন

Last Updated:

Ananya Panday Dating: যখন আরিয়ান খানের মাদক মামিলায় চাঙ্কি পাণ্ডের কন্যাকে যখন জিজ্ঞাসাবাদ করছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), সেই সময়ে তাঁর বাড়ি গিয়ে তাঁকে উপহার দিয়ে আসতেন ঈশান।

#মুম্বই: অনন্যা পান্ডে এবং ঈশান খট্টর। তরুণ তারকাদের প্রেম নিয়ে মাতামাতি ছিল বলিপাড়ায়। এমনকি যখন আরিয়ান খানের মাদক মামিলায় চাঙ্কি পাণ্ডের কন্যাকে যখন জিজ্ঞাসাবাদ করছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), সেই সময়ে তাঁর বাড়ি গিয়ে তাঁকে উপহার দিয়ে আসতেন ঈশান। বান্ধবীর কঠিন সময়ে তাঁর মন ভাল রাখতেন শাহিদ কপূরের ভাই। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত। শোনা যাচ্ছে, 'গেহরাইয়া' ছবির অভিনেত্রীর মন মজেছে এক কপূরে।
না, তিনি রাজ কপূরের বংশধর নন, তবে তাঁর চার্মে মুগ্ধ বলিপ্রেমী। নাম, আদিত্য রয় কপূর।
advertisement
কবে থেকে বলিপাড়ার এই কপূরের সঙ্গে নাম জড়াল অনন্যার, কেনই বা জড়াল, তার উত্তর স্পষ্ট না হলেও জানা গিয়েছে, দু'জনের মধ্যে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে। কিন্তু কেউই এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি নন। পাপারাৎজিরা নাকি দুই তারকাকে এক ফ্রেমে পাওয়ার জন্য ফাঁদ পেতে রেখেছেন৷ কিন্তু হায়, তাঁদের ভাগ্য খোলেনি এখনও পর্যন্ত।
advertisement
'আশিকি ২' মুক্তি পাওয়ার পর থেকেই শোনা গিয়েছিল, শ্রদ্ধা কপূরের সঙ্গে প্রেম করছেন আদিত্য। কিন্তু আদিত্য কোনও দিনও নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে জনসমক্ষে টুঁ শব্দ করেননি। এ বারও সে রকমই সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
advertisement
সময়ই বলবে, অনন্যা-আদিত্যর এই সম্পর্কের গুঞ্জন সত্যি নাকি এও আর একটি গুজব মাত্র?
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Panday: ঈশানকে ছেড়ে কপূর পরিবারে মন মজল অনন্যার? ১৩ বছরের বড় বলি নায়কের সঙ্গে গুঞ্জন
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement