KL Rahul Wedding: অনেক তো হল প্রেম প্রেম খেলা, এবার সোজা ছাদনাতলা, রাহুল -আথিয়ার বিয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KL Rahul and Athiya Shetty Wedding: কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের লেটেস্ট আপডেট, কতদূর এগোল বিয়ের প্রস্তুতি...
ভারতীয় ক্রিকেটে ফের এক উঠতি সুপারস্টারের বিয়ে হবে এই বছরেই৷ দীর্ঘদিনের গার্লফ্রেন্ড আথিয়া শেট্টিকেই বিয়ে করে ফেলবেন৷ আর এই অভিনেত্রী ও ক্রিকেটারের বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে৷ Photo- Instagram
advertisement
ক্রিকেট জগতের তারকার সঙ্গে বিনোদন জগতের তারকার বিয়ে নতুন নয়। সব থেকে বড় উদাহরণ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এবার ফের একবার এই দুই জগতের মেলবন্ধন ঘটতে চলেছে। পাত্র কেএল রাহুল। পাত্রী আথিয়া শেট্টি। photo source Instagram
advertisement
advertisement
মাঝে মধ্যেই এই জুটিকে দেখা যায় নানা জয়াগায় হাতে হাত রেখে যেতে। সুনীল শেট্টির মেয়ে আথিয়া। অন্যদিকে ক্রিকেট তারকা কেএল রাহুল। photo source Instagram
advertisement
এবার শুরু হয়েছে এই দুই জুটির বিয়ে নিয়ে গুঞ্জন। কবে বসতে চলেছেন তাঁরা বিয়ের পিঁড়িতে? photo source Instagram
advertisement