ব্যাপারটা ঠিক কী? ১৮ জুন দীর্ঘদিনের বান্ধবী দৃশার সঙ্গে বিয়ে করেছেন সানি দেওলের ছেলে করণ দেওল। বিয়ের পর করণ ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবি পোস্ট করেছেন সানিও। রিসেপশনেরও বহু ছবি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ছোট ছেলে রাজভীর, স্ত্রী পূজার সঙ্গে সানি দেওলকে দেখা গিয়েছে নবদম্পতিকে আশীর্বাদ করতে।
advertisement
আরও পড়ুন: চোখ ফুলে ঢোল সলমানের, করণের রিসেপশনে তাকাতেই পারছেন না! হল কী? দেখুন ভিডিও
সেই ছবি দেখেই অনেকের বক্তব্য, ‘পূজা দেওল কি খুশি নন?’। আরেক ইউজার লিখেছেন, ‘ছবি দেখে মনে হচ্ছে তিনি একেবারেই খুশি নন।’ ছবিতে পূজা দেওলের মুখের অভিব্যক্তি দেখে অনেকেরই মত, হয়তো খুব একটা খুশি হননি সানির স্ত্রী। ফলে ছবি নিমেষে ভাইরাল হয়েছে ও মিম তৈরি হতেও সময় লাগেনি। করণের স্ত্রী দৃশা চলচ্চিত্র নির্মাতা বিমল রায়ের নাতনি।
আরও পড়ুন: ফ্যামিলি ম্যান করার জন্য কত টাকা পেয়েছেন মনোজ বাজপেয়ী? শাহরুখ-সলমানকে টেনে বিস্ফোরক দাবি অভিনেতার
১৮ জুন রবিবার, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে ধুমধাম করে বিয়ে সারলেন সানি দেওলের ছেলে করণ দেওল ৷ দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন করণ। পুরো পাঞ্জাবী রীতি মেনে বিয়ে করেছেন করণ ও দৃশা৷ মেহেন্দি থেকে সঙ্গীত তারপর জমকালো বিয়ের আসরের সমস্ত ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷