Manoj Bajpayee: ফ্যামিলি ম্যান করার জন্য কত টাকা পেয়েছেন মনোজ বাজপেয়ী? শাহরুখ-সলমানকে টেনে বিস্ফোরক দাবি অভিনেতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Manoj Bajpayee: সম্প্রতি ইউটিউবে সমদিশ ভাটিয়ার আনফিল্টারড শো-তে মুখ খুলেছেন মনোজ বাজপেয়ী।
মুম্বই: ইরফান খানের প্রয়াণের পর অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে মনোজ বাজপেয়ীর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতায় মনোজ এখন বলিউডের তারকা অভিনেতা। তবে তাঁর রোজগারের কথা শুনে ঢোক গিলছেন তাবড়ারাও।
সম্প্রতি ওটিটি-তে ‘দ্য ফ্যামিলি ম্যান’ করে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন মনোজ বাজপেয়ী। কিন্তু তার জন্য কত টাকা পেয়েছেন অভিনেতা, তা নিয়ে বলতে গিয়ে বিস্ফোরক দাবি মনোজের। সম্প্রতি ইউটিউবে সমদিশ ভাটিয়ার আনফিল্টারড শো-তে মুখ খুলেছেন মনোজ বাজপেয়ী। তাঁকে সমদিশ জিজ্ঞেস করেন, ‘ফ্যামিলি ম্যানের জন্য শাহরুখ সলমানের মতো টাকা পেয়েছেন?’ মুহূর্তে মনোজ জবাব দিয়েছেন, ‘ওটিটির প্রযোজকেরা রেগুলার প্রযোজকদের মতোই খারাপ। তাঁরা বড় অভিনেতাদের টাকা দেন। দ্য ফ্যামিলি ম্যানের জন্য আমার যা টাকা পাওয়া উচিত তা আমি পাইনি।’
advertisement
advertisement
মনোজের বিস্ফোরক বক্তব্য, ‘বিদেশি অভিনেতা এসে কাজ করলে প্রযোজকেরা টাকা দেবেন। চিনে কারখানা থাকে ব্র্যান্ডের, কারণ কম খরচে শ্রমিক মেলে। আমি এখানে কম খরচের শ্রমিক।’ মনোজের এই বক্তব্যে হতবাক ফ্যানেরাও। নিজেকে নিয়ে এতটা বিস্ফোরক মন্তব্য মনোজকে করতে শুনে তাঁরাও ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়ায়।
advertisement
আরও পড়ুন: হুড়মুড়িয়ে ওজন কমবে! স্টার ফল খেয়ে স্টারদের মতো ফিগার পেতে পারেন, জানুন
সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে অভিনেতা নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। মনোজ বাজপেয়ী ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। বিশেষ করে কোনও চরিত্রের কারণে নিজের চেহারা তৈরি করতেই তাঁর এই ডায়েট। এই মুহূর্তে তিনি ১৮ ঘণ্টা উপোস করে থাকেন। সকাল ৯টা থেকে দুপুর ৩টের মধ্যে খেয়ে নেন। পরে আর কিছুই দাঁতে কাটেন না।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 7:25 PM IST

