গানের নতুন অ্যালবাম আনছেন কপিল। নাম 'অ্যালোন'। তবে নাম যা-ই হোক না কেন, হাতেখড়িতে মোটেই একা নন গায়ক। কপিলের সঙ্গে এই অ্যালবামে গান করবেন গুরু রন্ধাওয়া। দু 'জনেই পঞ্জাবের বাসিন্দা। পেশাগত ক্ষেত্রে পা রাখার আগে থেকেই গুরুর সঙ্গে কপিলের সখ্য।
আরও পড়ুন: ৪ দিনেই ৪০০ কোটি! বলিউডের রাজা তিনিই, প্রমাণ করলেন 'পাঠান', বাড়ল তাঁর সম্পদও
advertisement
আরও পড়ুন: হয় যৌনতা নয় শাহরুখ খান! বলিউডের বাদশাকে নিয়ে নেহার মন্তব্যে তোলপাড় চারদিক
অ্যালবামের পোস্টার নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গুরুর। দেখা যাচ্ছে, খয়েরি রঙের একটি কোর্ট পরে দাড়িয়ে তিনি। চোখে কালো চশমা। অভিনেতার পাশে কালো কোর্টে গুরু। সুখবর জানিয়ে গায়ক লিখেছেন, ' সারা বিশ্ব কপিল দাদার ডেবিউ গান শুনবে । সেই অপেক্ষায় রয়েছি।' ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে অ্যালবামটি।
কপিলকে শুভেচ্ছা জানিয়েছেন মিকা, বাদশার মতো শিল্পীরা। অনুরাগীরাও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শিল্পীকে।
টেলিভিশন শোয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন কপিল। নন্দিতা দাস অভিনীত জ্যিগাতো-তে দেখা যাবে শিল্পীকে। এই ছবিতে খাবার সরবরাহকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
