TRENDING:

Kapil Sharma: এত সাফল্য পেয়েও শেষমেশ 'একা' কপিল! বড়সড় ঘোষণায় হতবাক অনুরাগীরা

Last Updated:

Kapil Sharma: গানের নতুন অ্যালবাম আনছেন কপিল। নাম 'অ্যালোন'। তবে নাম যা-ই হোক না কেন, হাতেখড়িতে মোটেই একা নন গায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অভিনেতা বা কৌতুকশিল্পী হিসেবে তিনি কতটা দক্ষ, তা নতুন করে বলে দিতে হয় না। গায়ক হিসেবেও যে তিনি কোনও অংশে কম নন, এত দিনে তা - ও ভাল ভাবে জেনে গিয়েছেন কপিল শর্মার অনুরাগীরা । টেলিভিশনের অনুষ্ঠান হোক বা মঞ্চ, সুযোগ পেলেই ইচ্ছা মতো দু'এক কলি গেয়ে উঠতেন তিনি। এ বার আনুষ্ঠানিক ভাবে গায়ক হিসেবে আত্মপ্রকাশ।
গায়ক হিসেবে হাতেখড়ি হচ্ছে কপিলের
গায়ক হিসেবে হাতেখড়ি হচ্ছে কপিলের
advertisement

গানের নতুন অ্যালবাম আনছেন কপিল। নাম 'অ্যালোন'। তবে নাম যা-ই হোক না কেন, হাতেখড়িতে মোটেই একা নন গায়ক। কপিলের সঙ্গে এই অ্যালবামে গান করবেন গুরু রন্ধাওয়া। দু 'জনেই পঞ্জাবের বাসিন্দা। পেশাগত ক্ষেত্রে পা রাখার আগে থেকেই গুরুর সঙ্গে কপিলের সখ্য।

আরও পড়ুন: ৪ দিনেই ৪০০ কোটি! বলিউডের রাজা তিনিই, প্রমাণ করলেন 'পাঠান', বাড়ল তাঁর সম্পদও

advertisement

আরও পড়ুন: হয় যৌনতা নয় শাহরুখ খান! বলিউডের বাদশাকে নিয়ে নেহার মন্তব্যে তোলপাড় চারদিক

অ্যালবামের পোস্টার নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গুরুর। দেখা যাচ্ছে, খয়েরি রঙের একটি কোর্ট পরে দাড়িয়ে তিনি। চোখে কালো চশমা। অভিনেতার পাশে কালো কোর্টে গুরু। সুখবর জানিয়ে গায়ক লিখেছেন, ' সারা বিশ্ব কপিল দাদার ডেবিউ গান শুনবে । সেই অপেক্ষায় রয়েছি।' ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে অ্যালবামটি।

advertisement

কপিলকে শুভেচ্ছা জানিয়েছেন মিকা, বাদশার মতো শিল্পীরা। অনুরাগীরাও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শিল্পীকে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশীয় প্রযুক্তিতে আলু চাষে নতুন দিগন্ত! ১ মেশিনে চাষিদের ৩ মুশকিল আসান
আরও দেখুন

টেলিভিশন শোয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন কপিল। নন্দিতা দাস অভিনীত জ্যিগাতো-তে দেখা যাবে শিল্পীকে। এই ছবিতে খাবার সরবরাহকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma: এত সাফল্য পেয়েও শেষমেশ 'একা' কপিল! বড়সড় ঘোষণায় হতবাক অনুরাগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল