তবে এই শোয়ে রয়েছে আরও একটি চমক। শোয়ের নির্মাতারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন, কে করবেন এই শোয়ের সঞ্চালনা। জানা যাচ্ছে এই শো নাকি খুব সাহসী হতে চলেছে। অর্থাৎ নির্ভীকরাই এই শোয়ে অংশ নেবেন। আর তাই শোয়ের সঞ্চালক হিসেবে ভাবা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। কারণ তিনি খুবই স্পষ্টবাদী। নিজের মতামত পোষণ করতে ভয় পান না। নির্মাতারা এমনই মনে করেন। তবে এই শো টেলিভিশনে নয়। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলে জানা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন- বিগবস শেষ, মন খারাপ ঐন্দ্রিলার? মজার পোস্ট শেয়ার করলেন সব্যসাচী
বিভিন্ন বিষয়ে বলিউডের অন্য অভিনেতাদের সঙ্গে কঙ্গনার মতান্তর হয়। এই বিষয়গুলি মাথায় রেখেই কঙ্গনার (Kangana Ranaut) কথা ভাবা হয়েছে বলে জানা যাচ্ছে। এক সূত্রের কথায়, "বিগবসের ফরম্যাটেই তৈরি হবে এই শো। এটি একটি রিয়্যালিটি শো যেখানে প্রতিযোগীরা ৮-১০ সপ্তাহ থাকবেন। তাঁরা যেখানে থাকবেন তার চারদিকে ক্যামেরা থাকবে। বিভিন্ন টাস্ক দেওয়া হবে প্রতিযোগীদের। অলট বালাজি ও এমএক্স প্লেয়ারে ২৪ ঘণ্টা এই শো স্ট্রিম করবে। সপ্তাহের সাত দিনই এই লাইভ স্ট্রিমিং হবে।"
আরও পড়ুন- প্রথম দিন পাত্তা দাওনি! বিবাহবার্ষিকীতে নীলাঞ্জনকে নিয়ে ইমনের আবেগঘন পোস্ট ভাইরাল
প্রসঙ্গত, কঙ্গনাকে (Kangana Ranaut) শেষ দেখা গিয়েছে জয় ললিতার বায়োপিক থালাইভি ছবিতে। এর পরে তাঁকে দেখা যাবে রজনীশ ঘাইয়ের পরিচালিত ধকাড় ছবিতে। এছাড়াও টিকু ওয়েডস শেরু নামে একটি ছবি প্রযোজনা করছেন কঙ্গনা। ছবিতে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। এই রিয়্যালিটি শোয়ে তিনি অংশ নিলে এটাই তাঁর প্রথম তাঁর ওটিট কাজ হবে।