TRENDING:

টাকা দিলে ব্রক্ষ্মাস্ত্রর মতো সিনেমাও হিট হয়, বিস্ফোরক দাবি কঙ্গনার

Last Updated:

Kangana Ranaut to Brahmastra : বক্স অফিসের পরিসংখ্যানকে অত্যন্ত কারচুপি বলে দাবি জানিয়েছেন কঙ্গনা রানাউত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কঙ্গনা রানাউত 'ব্রহ্মাস্ত্র' নিয়ে মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই নেটদুনিয়া উত্তাল। বক্স অফিসের পরিসংখ্যানকে অত্যন্ত কারচুপি বলে দাবি জানিয়েছেন তিনি। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এমন মন্তব্য করেছেন। সহ-প্রযোজক করণ জোহর শনিবার বলেছিলেন ব্রহ্মাস্ত্র বিশ্বব্যাপী সিনেবাজারে ৭৫ কোটির মোট ব্যবসা করে নিয়েছে।
advertisement

কঙ্গনা ব্রহ্মাস্ত্রের 'ব্যবসা পরিসংখ্যান' সম্পর্কে চলচ্চিত্র নির্মাতা-লেখক ইরে মৃদুলা ক্যাথারের টুইট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “সুতরাং কিছু বাণিজ্য বিশ্লেষক #ব্রহ্মাস্ত্র পরিসংখ্যান দিচ্ছেন না, কারণ সেগুলি সম্পূর্ণভাবে কারসাজি করা হয়েছে। যাঁরা নকল পরিসংখ্যান নিয়ে গার্জাচ্ছেন তাঁদের মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। এই হেরফের সম্ভবত এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ৬০-৭০ শতাংশের বেশি জাল পরিসংখ্যান।” তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এটির প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা লিখেছেন, "বাহ! এটি একটি নতুন আইন… ৭০ শতাংশ।"

advertisement

আরও পড়ুন: ফের 'আলো' হয়েই পর্দায় দেবাদৃতা! এইবার নতুন ঠিকানা 'জন'-এর বাড়ি

ব্রহ্মাস্ত্র হল পরিচালক অয়ন মুখার্জির দীর্ঘ প্রতীক্ষিত একটা প্রডেক্ট, যা শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে রণবীর কাপুর এবং আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন রয়েছে অভিনয়ে। শাহরুখ খান এবং বলিউডের আরও কয়েকজন বড় নাম ক্যামিও করেছেন সিনেমায়।

advertisement

আরও পড়ুন: বেগম সাহেবা করিনার ভাইরাল জিম-লুক! কিন্তু ভক্তরা বলছেন 'বুড়ি', 'মোটা', 'কুৎসিত'!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বক্সঅফিস.কম-এর মতে ব্রহ্মাস্ত্র ভারতে ৩৭কোটির ব্যবসা করেছে। দুই দিনের মধ্যে ঘরোয়া বক্স অফিসে মোট ৭৬কোটি আয় করে। এটি সপ্তাহান্তে প্রায় ৯-১০মিলিয়ন আয়ের পূর্বাভাস দিয়েছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
টাকা দিলে ব্রক্ষ্মাস্ত্রর মতো সিনেমাও হিট হয়, বিস্ফোরক দাবি কঙ্গনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল