ফের 'আলো' হয়েই পর্দায় দেবাদৃতা! এইবার নতুন ঠিকানা 'জন'-এর বাড়ি

Last Updated:
Alor Thikana : দেবাদৃতার সঙ্গে কেমন জমবে জনের কেমেস্ট্রি, তা দেখার জন্য দর্শকের আগ্রহের পারদ চড়বে তা বলাই বাহুল্য
1/6
বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা' । এই ধারাবাহিকে ফের এক মেধাবী মেয়ের চরিত্রেই দেখা যাবে দেবাদৃতাকে (New Serial Alor Thikana)।
বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা' । এই ধারাবাহিকে ফের এক মেধাবী মেয়ের চরিত্রেই দেখা যাবে দেবাদৃতাকে (New Serial Alor Thikana)।
advertisement
2/6
দেবাদৃতার বিপরীতে এখানে দেখা যাবে জন ভট্টাচার্যকে । দেবাদৃতার সঙ্গে কেমন জমবে জনের কেমেস্ট্রি, তা দেখার জন্য দর্শকের আগ্রহের পারদ চড়বে তা বলাই বাহুল্য ।
দেবাদৃতার বিপরীতে এখানে দেখা যাবে জন ভট্টাচার্যকে । দেবাদৃতার সঙ্গে কেমন জমবে জনের কেমেস্ট্রি, তা দেখার জন্য দর্শকের আগ্রহের পারদ চড়বে তা বলাই বাহুল্য ।
advertisement
3/6
গল্পটি একটি মেয়েকে নিয়ে যার নাম 'আলো'। ছোট বেলা থেকেই তাঁর বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন। পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা । তাঁর জীবন পাল্টে যায় যেদিন হঠাৎ তাঁর বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তাঁর বিয়ে ঠিক হয়ে  একটি স্বনামধন্য ব্যাবসায়ী পরিবারের একটি ছেলের সঙ্গে ।
গল্পটি একটি মেয়েকে নিয়ে যার নাম 'আলো'। ছোট বেলা থেকেই তাঁর বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন। পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা । তাঁর জীবন পাল্টে যায় যেদিন হঠাৎ তাঁর বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তাঁর বিয়ে ঠিক হয়ে একটি স্বনামধন্য ব্যাবসায়ী পরিবারের একটি ছেলের সঙ্গে ।
advertisement
4/6
সে বাড়িতে চার ভাইয়ের মধ্যে প্রথম তিন জন বিবাহিত, বাড়ির ছোট ছেলের সঙ্গে আলোর বিয়ে ঠিক হয়ে। বাড়ির ব্যবসা সামলায় তিন বৌ আর ভাইরা বাড়ির কাজকর্ম দেখভাল করে। এই পরিবারের মধ্যে লুকিয়ে আছে একটি রহস্য।
সে বাড়িতে চার ভাইয়ের মধ্যে প্রথম তিন জন বিবাহিত, বাড়ির ছোট ছেলের সঙ্গে আলোর বিয়ে ঠিক হয়ে। বাড়ির ব্যবসা সামলায় তিন বৌ আর ভাইরা বাড়ির কাজকর্ম দেখভাল করে। এই পরিবারের মধ্যে লুকিয়ে আছে একটি রহস্য।
advertisement
5/6
আলো যখন এই পরিবারের সত্যতা জানতে পারে তখন তাঁর জীবনের সামনে এসে পরে এক সংকট । কি করবে আলো ? আলো 'র জীবনের স্বাধীনতা, নিজের সন্মান, নিজের স্বপ্ন ও লড়াই নিয়েই আলোর ঠিকানা।
আলো যখন এই পরিবারের সত্যতা জানতে পারে তখন তাঁর জীবনের সামনে এসে পরে এক সংকট । কি করবে আলো ? আলো 'র জীবনের স্বাধীনতা, নিজের সন্মান, নিজের স্বপ্ন ও লড়াই নিয়েই আলোর ঠিকানা।
advertisement
6/6
নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা', ১৯সেপ্টেম্বর থেকে ৯.৩০টায় দেখা যাবে টিভির পর্দায়। ইতিমধ্যেই সব চরিত্রে লুক সেট হয়ে গিয়েছে। তবে গল্প ঠিক কতটা মনের কাছের হবে, তা শুধু সময়ের অপেক্ষা।
নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা', ১৯সেপ্টেম্বর থেকে ৯.৩০টায় দেখা যাবে টিভির পর্দায়। ইতিমধ্যেই সব চরিত্রে লুক সেট হয়ে গিয়েছে। তবে গল্প ঠিক কতটা মনের কাছের হবে, তা শুধু সময়ের অপেক্ষা।
advertisement
advertisement
advertisement