বেগম সাহেবা করিনার ভাইরাল জিম-লুক! কিন্তু ভক্তরা বলছেন 'বুড়ি', 'মোটা', 'কুৎসিত'!

Last Updated:

Kareena Kapoor Khan : নেটিজেনদের একটি অংশ কারিনাকে তাঁর ওজন বৃদ্ধি নিয়ে ট্রোল করেছে। তাঁকে 'বুড়ি', 'মোটা এবং কুৎসিত' এর মতো নামে ডাকছে

#মুম্বই: বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী করিনা কাপুর! তৈমুরের জন্মের কিছু পরেই নিজের পুরনো ফিগারে ফিরে এসেছিলেন সুন্দরী! দ্বিতীয় সন্তান জেহ-র জন্মের পরও তার বিকল্প হল না! পুরোদমে চলছে তাঁর জিম-সেশন। দুই সন্তানের মা করিনা গত বছরই ৪০ ছুঁয়েছেন। অভিনেত্রীর ত্বক দেখে কে বলবে সে-কথা।
বলিউড ডিভা করিনা কাপুর খান যোগব্যায়ামের উপর গুরুত্ব দেন সবসময়ই। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর ওয়ার্কআউট ভিডিও শেয়ার করেন। সম্প্রতি বেবো তাঁর যোগ প্রশিক্ষকের শেয়ার করা একটি ভিডিও পুনরায় শেয়ার করেছেন, যেখানে অভিনেত্রীকে যোগ অনুশীলন করতে দেখা যায়। সেই ভিডিওই এখন আলোচনার মূলে। নেটিজেনদের একটি অংশ কারিনাকে তাঁর ওজন বৃদ্ধি নিয়ে ট্রোল করেছে। তাঁকে 'বুড়ি', 'মোটা এবং কুৎসিত' এর মতো নামে ডাকছে।
advertisement
View this post on Instagram

A post shared by ANSHUKA YOGA (@anshukayoga)

advertisement
advertisement
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'এটি কীভাবে সম্ভব? তিনি গর্ভবতী হওয়ার চেয়েও এখন ওজন বাড়িয়ে ফেলেছেন'। অন্য একজন কমেন্ট করেছেন, 'অ্যালকোহল বা ড্রাগ কম গ্রহণ করো'। অন্য একজন লিখেছেন,‘এখন এর করিনার মধ্যে সেই দম নেই’। বেবোর উৎসাহী ভক্তরা প্রশংসা এবং হৃদয় ইমোজি দিয়ে তাঁর জন্য তাঁদের ভালবাসা ঢেলে দিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, বড় পর্দা দাপানোর পর এবার ওটিটি-তে বেবো। সুজয় ঘোষের ছবি দিয়েই ডেবিউ করছেন ওটিটি-তে। জাপানি সাহিত্যিক কিগো হিগাশিনোর উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ছবি বানাতে চলেছেন ‘কহানি’ খ্যাত পরিচালক সুজয় ঘোষ। এই ছবিতে করিনার সঙ্গে দেখা যাবে বিজয় বর্মা এবং জয়দীপ আলাওয়াতকে। ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ উপন্যাস অবলম্বনে ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বেগম সাহেবা করিনার ভাইরাল জিম-লুক! কিন্তু ভক্তরা বলছেন 'বুড়ি', 'মোটা', 'কুৎসিত'!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement