গত জুনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। এই কথা প্রথম প্রকাশ্যে আনেন নবনীতা। তারপর সোশ্যাল মিডিয়া ভরে ওঠে তাঁদের নানা পোস্টে। প্রথমে দেখে মান-অভিমান মনে হলেও সময় যত এগোতে থাকে তত বোঝা যায় যে বিচ্ছেদের সম্ভাবনা প্রবল। জানান ভাল থাকার জন্যই আলাদা হয়েছিলেন তাঁরা, এমনটাই জানান জিতু-নবনীতা। সময় না দেওয়ার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে।
advertisement
তবে বিচ্ছেদের পর কয়েক মাস অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার পোস্ট করে জানান তিনি প্রাক্তনকে মিস করছেন। সেসব দেখে অনেক অনুরাগী ভেবেছিলেন তাঁরা আবার এক হবেন। কিন্তু তা আর হয় না, গত বছরের ১৭ নভেম্বর খাতায় কলমে বিচ্ছেদ হয়ে যায় জিতু-নবনীতার। ডিভোর্স পাওয়ার পরও অবশ্য মাঝে মাঝে নবনীতা জিতুর সঙ্গে কাটানো পুরানো নানা মুহূর্তের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে বর্তমানে তাঁরা দুজনেই তাঁদের কাজ নিয়ে ব্যস্ত।
আরও পড়ুন: ভারতীয় পোশাকে বাজিমাত দীপিকার! সব্যসাচীর ডিজাইন করা সোনালি শাড়িতে বাফটা-র মঞ্চে নায়িকা
ইতিমধ্যেই বহু ছবিতে কাজ করে ফেলেছেন জিতু। তাঁর অভিনও যথেষ্ঠ প্রশংসা কুড়িয়েছে। সদ্যই তাঁর ছবি ‘সেদিন কুয়াশা ছিল’ মুক্তি পেয়েছে। তবে সব কিছুর মাঝেই এক অদ্ভুত পোস্ট করলেন জিতু। সোশ্যাল কয়েক লাইন লেখেন। কিন্তু আচমকাই এমন কথা কেন লিখলেন তিনি সামাজিক মাধ্যমে তা অবশ্য এখনও ধোঁয়াশা। তবে এমন নানা লেখা তিনি মাঝে মধ্যেই লিখে থাকেন। এটা কি সেরকমই একটি লেখা, নাকি তাঁর ব্যক্তিগত জীবনের কোনও ইঙ্গিত তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে অভিনেতার বহু অনুরাগী তাঁর এই লেখা পড়ে মুগ্ধ।