Deepika Padukone at BAFTA 2024: ভারতীয় পোশাকে বাজিমাত দীপিকার! সব্যসাচীর ডিজাইন করা সোনালি শাড়িতে বাফটা-র মঞ্চে নায়িকা

Last Updated:

Deepika Padukone at BAFTA 2024: ছিমছাম গয়না আর গর্জাস মেক-আপে চিরাচরিত ভঙ্গিতে রীতিমতো ঝলমল করছিলেন দীপিকা। ‘ফিল্ম নট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ার্ড’ ক্যাটাগরির পুরস্কার তুলে দিলেন তিনি। তাঁর পরনে ছিল ভারতীয় পোশাক।

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন
বাফটা: বাফটা ২০২৪ অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপিকার ভূমিকায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তা-ও একেবারে ভারতীয় সাজে। আর সবথেকে বড় কথা হল, তিনিই হলেন একমাত্র তারকা, যিনি সেই অনুষ্ঠানের মঞ্চে ডাক পেয়েছিলেন। এটা সত্যিই ভারতবাসীর জন্য এক দারুণ গর্বের মুহূর্ত!
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বলিউডের সুন্দরী অভিনেত্রীকে দেখা গেল ভারতের তারকা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সোনালি রঙা শাড়িতে। ছিমছাম গয়না আর গর্জাস মেক-আপে চিরাচরিত ভঙ্গিতে রীতিমতো ঝলমল করছিলেন দীপিকা। ‘ফিল্ম নট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ার্ড’ ক্যাটাগরির পুরস্কার তুলে দিলেন তিনি।
তবে পুরস্কার তুলে দেওয়ার আগে দীপিকা ওই ক্যাটাগরিতে নমিনেশনও প্রকাশ করলেন। ‘ফাইটার’ অভিনেত্রী বলেন, “এই ক্যাটাগরিতে যে অতুল্য গল্প মনোনীত হয়েছে, তা বাস্তব এবং কল্পনা জগতের বর্ণনা দেয়। যা ক্রেডিট আসার পরেও মনের মধ্যে থেকে যায়। আল্পস থেকে আন্দিজ, দক্ষিণ পোল্যান্ড থেকে সোল এবং ইউক্রেন পর্যন্ত, নমিনি হল…।”
advertisement
advertisement
দীপিকার কথা শেষ হতে না হতেই অডিও-ভিডিও-তে ভেসে উঠতে থাকে নমিনির নাম — ‘২০ ডেজ ইন মারিউপোল’, ‘অ্যানাটমি অফ আ ফল’, ‘পাস্ট লাইভস’, ‘সোসাইটি অফ দ্য স্নো’ এবং ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’। এরপরেই অভিনেত্রী ঘোষণা করেন, “আর বাফটা চলে যাচ্ছে… ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’-এর কাছে।” পুরস্কার বিজয়ীদের স্বাগত জানিয়ে তাঁদের অভিনন্দনও জানিয়েছেন তিনি।
advertisement
দীপিকাকে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে। আর তাঁকে রেড কার্পেটে দেখে মনে পড়ে গিয়েছে সেই ‘ওম শান্তি ওম’-এর কথা। ক্যামেরার সামনে পোজ দিয়ে মিষ্টি হাসি ছুড়ে দেন অভিনেত্রী। অনুষ্ঠানের আগেও অবশ্য ব্যাকলেস ব্লাউজ আর সুন্দর করে বাঁধা চুলে পোজ দিতেও দেখা গেল তাঁকে। ভারতে Lionsgate Play-তে ৭৭-তম ইই বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস-এর স্ট্রিমিং হচ্ছে।
advertisement
অস্কার ২০২৩-এর মঞ্চের পরে বাফটা ২০২৪-এর মঞ্চে দেখা গেল দীপিকাকে। আবার অভিনেত্রীর কেরিয়ার জীবনের কথা বলতে গেলে দীপিকাকে শেষ দেখা গিয়েছিল ‘ফাইটার’ ছবিতে। হৃতিক রোশনের বিপরীতে নজর কেড়েছেন তিনি। এখানেই শেষ নয়, বর্তমানে তাঁর হাতে রয়েছে একের পর এক কাজ। এর মধ্যে অন্যতম হল ‘কালকি ২৯৮৯ এডি’। অভিনেত্রীকে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে। এছাড়াও গুঞ্জন, ‘হোয়াইট লোটাস সিজন ৩’-তেও দেখা যেতে পারে দীপিকাকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone at BAFTA 2024: ভারতীয় পোশাকে বাজিমাত দীপিকার! সব্যসাচীর ডিজাইন করা সোনালি শাড়িতে বাফটা-র মঞ্চে নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement