Optical illusion: 'F'-এর ভিড়ে লুকিয়ে 'E'! ৫ সেকেন্ডে পারবেন কি খুঁজতে? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Optical illusion: ছবিতে একাধিক ‘F’ ভিড় করে রয়েছে। এই ‘F’ ভিড়ে লুকিয়ে ‘E’। এটি খুঁজে বের করতে হবে ৫ সেকেন্ডে।
অপটিক্যাল ইলিউশন: অপটিক্যাল ইলিউশন শৈশবের কথা মনে করিয়ে দেয়। কিছু ছবি আছে যা এক ঝলক দেখলে তাদের রহস্য সমাধান করা কঠিন হয়ে পরে। এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয় যা চোখকে বিভ্রান্ত করে। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্ক ও দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।
যে কোনও অপটিক্যাল ইলিউশন খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলে বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! আজও, আপনার জন্য একই রকম একটি ধাঁধা নিয়ে এসেছি, যার সমাধান করতে আপনাকে মনোযোগ সহকারে। আপনার যুক্তি এবং তীক্ষ্ণ দৃষ্টি পরীক্ষা করার জন্য আপনাকে এই অপটিক্যাল ইলিউশনটি দেওয়া হল।
advertisement
advertisement
ধাঁধা শুধুমাত্র আপনার পর্যবেক্ষণের দক্ষতাকে পরীক্ষা করে না, বরং আপনার সময়ও কোনও গঠনমূলক কাজের মাধ্যমে কাটাতে বাধ্য করে। বিশেষ করে সেই ধাঁধাগুলো, যেগুলো সমাধান করতে অনেক সময় লাগে।
আরও পড়ুন: হাতির পালে লুকিয়ে একটি গন্ডার! ১০ সেকেন্ডের খুঁজে পেলেই কেল্লাফতে
advertisement
ছবিতে ইংরাজিতে লেখা ‘F’ ভিড় করে রয়েছে। কিন্তু মজার বিষয় হল এই ‘F’ ভিড়ে লুকিয়ে একটি ‘E’। এটি আপনার চোখের সামনেই আছে, তবে তা দেখতে পাওয়া খুব সহজ নয়। আপনাকে এটি খুঁজে বের করতে হবে ৫ সেকেন্ডে। দেখে খুব কঠিন লাগলেও ততটা কঠিন নয়, একটু মনোযোগ দিলেই পারবেন।

advertisement
‘E’ কোথায় আছে নিশ্চয়ই বুঝেছেন? এই চ্যালেঞ্জটি খুব জটিল, এটি অনেকেই সমাধান করতে পারেনি। কিন্তু আপনি কি উত্তর পেয়েছেন? যদি না খুঁজে পান তাহলে আপনার জন্য রইল ইঙ্গিত। ছবির উপর দিকে দেখুন।

আশা করি এতক্ষণে আপনি অবশ্যই ‘ZZZ’ খুঁজে ফেলেছেন। তবে এখনও যদি উত্তরটি না পেয়ে থাকেন, তবে আপনার জন্য রইল উত্তর।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 11:39 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical illusion: 'F'-এর ভিড়ে লুকিয়ে 'E'! ৫ সেকেন্ডে পারবেন কি খুঁজতে? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল