Guess the Celebrity: একসঙ্গে একাধিক সম্পর্কের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে! প্রেমিক তাঁকে 'অপবিত্র' বলেছিল! ব্রেকআপের পর তাঁর অবস্থা জানলে শিউরে উঠবেন

Last Updated:
Guess the Celebrity: অভিনেত্রী যখন রিয়েলিটি শো 'বিগ বস'-এ, তখন তাঁর অনেক প্রাক্তন প্রেমিক তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান। বিবাহিত হয়েও তাঁর বিরুদ্ধে ডাবল ডেটিংয়ের অভিযোগ ওঠে। অভিনেত্রীর এক প্রেমিক তাঁকে 'অপবিত্র' বলেছেন। প্রেমে বিচ্ছেদের পর তাঁর বাবার মৃত্যু হয়। তখন তিনি একদম ভেঙে পড়েছিলেন। এমনকী সেই সময় ডিপ্রেশনে চলে যান অভিনেত্রী।
1/8
'বিগ বস' গিয়েই প্রেমিকের সঙ্গে প্রথম দেখা হয় অভিনেত্রীর। প্রথম প্রথম গন্ডোগোল হলেও পরে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
'বিগ বস' গিয়েই প্রেমিকের সঙ্গে প্রথম দেখা হয় অভিনেত্রীর। প্রথম প্রথম গন্ডোগোল হলেও পরে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
advertisement
2/8
অভিনেত্রী যখন রিয়েলিটি শো 'বিগ বস'-এ, তখন তাঁর অনেক প্রাক্তন প্রেমিক তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান। বিবাহিত হয়েও তাঁর বিরুদ্ধে ডাবল ডেটিংয়ের অভিযোগ ওঠে। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
অভিনেত্রী যখন রিয়েলিটি শো 'বিগ বস'-এ, তখন তাঁর অনেক প্রাক্তন প্রেমিক তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান। বিবাহিত হয়েও তাঁর বিরুদ্ধে ডাবল ডেটিংয়ের অভিযোগ ওঠে। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
advertisement
3/8
অভিনেত্রীর এক প্রেমিক তাঁকে 'অপবিত্র' বলেছেন। প্রেমে বিচ্ছেদের পর তাঁর বাবার মৃত্যু হয়। তখন তিনি একদম ভেঙে পড়েছিলেন। এমনকী সেই সময় ডিপ্রেশনে চলে যান অভিনেত্রী। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
অভিনেত্রীর এক প্রেমিক তাঁকে 'অপবিত্র' বলেছেন। প্রেমে বিচ্ছেদের পর তাঁর বাবার মৃত্যু হয়। তখন তিনি একদম ভেঙে পড়েছিলেন। এমনকী সেই সময় ডিপ্রেশনে চলে যান অভিনেত্রী। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
advertisement
4/8
বুঝতে পারলেন কার কথা বলা হচ্ছে? তিনি হলেন পবিত্রা পুনিয়া। তাঁকে এজাজ খান বিয়ের প্রস্তাব দেন। ভক্তরা দীর্ঘদিন ধরে তাঁদের বিয়ের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু অবশেষে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
বুঝতে পারলেন কার কথা বলা হচ্ছে? তিনি হলেন পবিত্রা পুনিয়া। তাঁকে এজাজ খান বিয়ের প্রস্তাব দেন। ভক্তরা দীর্ঘদিন ধরে তাঁদের বিয়ের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু অবশেষে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
advertisement
5/8
বিচ্ছেদের পর বাবার মৃত্যুতে ভেঙে পড়ে পবিত্রা পুনিয়া। সেই কঠিন সময়ে তিনি ডিপ্রেশনে চলে যান। পবিত্রা পুনিয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁর কঠিন সময়ের কথা বলেছেন। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
বিচ্ছেদের পর বাবার মৃত্যুতে ভেঙে পড়ে পবিত্রা পুনিয়া। সেই কঠিন সময়ে তিনি ডিপ্রেশনে চলে যান। পবিত্রা পুনিয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁর কঠিন সময়ের কথা বলেছেন। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
advertisement
6/8
তিনি জানান যে যখন তিনি 'বিগ বস ১৩'-এ পৌঁছেছিলেন, তখন তাঁর অনেক প্রাক্তন প্রেমিক তাঁর বিরুদ্ধে খারাপ কথা বলেছিলেন। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
তিনি জানান যে যখন তিনি 'বিগ বস ১৩'-এ পৌঁছেছিলেন, তখন তাঁর অনেক প্রাক্তন প্রেমিক তাঁর বিরুদ্ধে খারাপ কথা বলেছিলেন। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
advertisement
7/8
তারপরে তাঁর প্রাক্তন প্রেমিক পারস ছাবরা পবিত্রা সম্পর্কে প্রকাশ করেছিলেন যে অভিনেত্রীর স্বামী যখন তাঁকে মেসেজ করেছিলেন, তখন তিনি জানতে পারেন যে তাঁরা বিবাহিত। তিনি একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে 'অপবিত্রা' বলেছিলেন। তিনি পবিত্রার বিরুদ্ধে ডবল ডেটিং-এর অভিযোগ আনেন। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
তারপরে তাঁর প্রাক্তন প্রেমিক পারস ছাবরা পবিত্রা সম্পর্কে প্রকাশ করেছিলেন যে অভিনেত্রীর স্বামী যখন তাঁকে মেসেজ করেছিলেন, তখন তিনি জানতে পারেন যে তাঁরা বিবাহিত। তিনি একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে 'অপবিত্রা' বলেছিলেন। তিনি পবিত্রার বিরুদ্ধে ডবল ডেটিং-এর অভিযোগ আনেন। (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
advertisement
8/8
নতুন এক সাক্ষাৎকারে এর জবাবে পবিত্রা বলেন, "আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছিল। তবে যেটাই বলা হোক আমার কিছু যায় আসে না।" (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
নতুন এক সাক্ষাৎকারে এর জবাবে পবিত্রা বলেন, "আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছিল। তবে যেটাই বলা হোক আমার কিছু যায় আসে না।" (ছবি সৌজন্যে: Instagram@pavitrapunia_)
advertisement
advertisement
advertisement