কঠিন লড়াই লড়তে লড়তে সবে তো ২৪টা বসন্ত পার করেছিলেন। জীবনের কতটুকুই বা দেখেছিলেন ঐন্দ্রিলা! লড়াকু অভিনেত্রীর অকালমৃত্যুতে শোকের ছায়া টলিউডে। যাঁরা তাঁকে চেনেন না, এমন অসংখ্য মানুষও সেই শোকে সামিল। জয়াও তাঁদেরই একজন।
ফেসবুকে তিনি লেখেন, ঐন্দ্রিলাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না... তবে ওই কিছু মানুষ থাকে না, যাদের দেখলেই কেমন যেন জীবন ঝকমকিয়ে ওঠে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও ঠিক তেমনই জীবন হয়ে আমার কাছে ধরা দিয়েছে বারবার। সব সময় মুখে উজ্জ্বল হাসি, জীবনীশক্তিতে দৃপ্ত চোখ, জীবনের প্রতি মুহূর্ত আদর করে বেঁচে নিচ্ছিল মেয়েটা; সঙ্গে বাঁচার আসল মর্মটুকু শিখিয়ে যাচ্ছিল আমাদের প্রতিনিয়ত।'
advertisement
আরও পড়ুন: একই হাসপাতালে ভর্তি, মনে পড়ছে প্রথম আলাপ, ঐন্দ্রিলার সুস্থতার অপেক্ষায় গৌরব
আরও পড়ুন: দেখা হবে আবার, বিয়ের রিসেপশনে ঐন্দ্রিলার সঙ্গে স্মৃতিটুকু তুলে ধরলেন হৃতজিৎ
কলকাতা জয়ার প্রাণের শহর। টলিউডের সঙ্গে অভিনেত্রীর যোগ গভীর। ঐন্দ্রিলার মৃত্যুতে বাকি সকলের মতো তাঁর মনেও বিষাদের ছাপ। তিনি লিখলেন, 'কী হবে জীবন, যদি তা এমন অন্ধকার দিনে ব্যথিয়ে না ওঠে... আজ ওর শেষ যাত্রায় যে অসীম অনুপ্রেরণা রেখে গেল ঐন্দ্রিলা, তাতেই শান্তি আসুক... এমন অনুপ্রেরণা ভেন্টিলেশনের হাজার সুচকে বারবার বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যাওয়ার ক্ষমতা রাখে। সেই অসীম ক্ষমতায় ঐন্দ্রিলা আজ জয়ী... মৃত্যু, শোক ওকে ছুঁয়ে নতুন অর্থ পেল। ভাল থেকো লড়াকু মেয়ে, মনের মাঝে জীবন চেতনা হয়ে অমর থেকো আজীবন।'