একই হাসপাতালে ভর্তি, মনে পড়ছে প্রথম আলাপ, ঐন্দ্রিলার সুস্থতার অপেক্ষায় গৌরব

Last Updated:

গত বছর করোনার টিকা নিতে গিয়ে হাতে ব্যথা অনুভব করেন গৌরব। তার পরেই তাঁর হাতে বোন টিউমার ধরা পড়ে। এরই মধ্যে তাঁর মুখের একটি অংশ ফুলে যায়। সময় মতো পাত্তা না দেওয়ায় সেই সংক্রমণ সারা মুখে ছড়িয়ে পড়ে।

#কলকাতা: ব্রেন স্ট্রোকে কোমায় 'জিয়ন কাঠি'র নায়িকা ঐন্দ্রিলা শর্মা। ক্যানসারকে জয় করে দু'বার ফিনিক্স পাখির মতো মাথা তুলেছেন তিনি। এখন তিনি ভেন্টিলেশনে। আর গোটা টলি-টেলিপাড়া সেই ২৪ বছরের অভিনেত্রীর জন্য প্রার্থনায় মন দিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরাও। গোটা বাংলা এখন তাঁর চোখ মেলে বসার অপেক্ষায়। তেমনই সময়ে ঐন্দ্রিলা এবং তাঁর প্রথম সাক্ষাতের কথা লিখলেন টেলি পাড়ার আর এক জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরী।
দু'দিন আগে 'পিলু'র নায়ক লেখেন, 'আমি তখনও শয্যাশায়ী। হাসপাতালে। সার্জারি হওয়ার পরর দিন আমি অনেক কষ্টে উঠে আস্তে আস্তে খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলাম। হাতে ব্লাডের একটা বোতল গোছের কিছু নিয়ে। হঠাৎ দরজা খুলে দেখলাম ঐন্দ্রিলাকে। ওর সঙ্গে আলাপ ছিল না। ও নিজেই এসেছিল আলাপ করতে। বলল, শুনলাম তোমার সার্জারি হয়েছে এখানে ভর্তি। ওই দিন এই মেয়েটির প্রতি এতটা স্নেহ আর সম্মান বেড়ে গেল ভিতর থেকে সত্যিই আজও জানি না। ও অনেক বার অসুস্থ হয়েছিল তার আগে। ওর পরিবার, সব্যসাচী, সবাই হয়তো আছে। কিন্তু আজ হঠাৎ শুনলাম অসুস্থ। মন থেকে চাই তুমি সুস্থ হয়ে ওঠো। আর এত ভাল মেয়েটা বারবার অসুস্থ হচ্ছে, এটা বোধহয় উপরে যিনি আছেন, গল্প লিখছেন, তার কাছেই আমার প্রশ্ন রইল, এতটাও নিষ্ঠুর নাই বা হলে আর। তুমি সুস্থ হয়ে ওঠো। তোমার পাশে আমি আছি, আমরা সব্বাই আছি ঐন্দ্রিলা। সবসময়ে প্রার্থনা করে যাব তোমার জন্য।'
advertisement
advertisement
গত বছর করোনার টিকা নিতে গিয়ে হাতে ব্যথা অনুভব করেন গৌরব। তার পরেই তাঁর হাতে বোন টিউমার ধরা পড়ে। এরই মধ্যে তাঁর মুখের একটি অংশ ফুলে যায়। সময় মতো পাত্তা না দেওয়ায় সেই সংক্রমণ সারা মুখে ছড়িয়ে পড়ে। অস্ত্রোপচার করে টিউমারটি বের করা হয় শরীর থেকে। সেই সময়েই তাঁর প্রথম বার আলাপ হয় ক্যানসারজয়ী ঐন্দ্রিলার সঙ্গে। তা-ও আবার হাসপাতালে। আর আজ সেই সহকর্মীর জন্য প্রার্থনা গৌরবের।
advertisement
মঙ্গলবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঐন্দ্রিলাকে। মাথায় রক্তজমাট বেঁধেছিল অভিনেত্রীর। সেই রাতেই সেটি অস্ত্রোপচার করা হয়। শুক্রবার খানিক আশার আলো দেখেছেন নায়িকার ভক্তরা। জানা গিয়েছে, বাঁ চোখ এবং বাঁ কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা। কিন্তু চিকিৎসার পরিভাষায় এখনও আশঙ্কা কাটেনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
একই হাসপাতালে ভর্তি, মনে পড়ছে প্রথম আলাপ, ঐন্দ্রিলার সুস্থতার অপেক্ষায় গৌরব
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement