বাঁ চোখ, কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা, কিন্তু আশঙ্কা কাটেনি এখনও

Last Updated:

মঙ্গলবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ২৪ বছরের অভিনেত্রী তখন ঝিমনো অবস্থায় ছিলেন। শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার আগে আগে বারবার বমি করছিলেন বলেও জানা যায়।

#কলকাতা: এখনও ভেন্টিলেশনেই রয়েছেন ঐন্দ্রিলা শর্মা। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্তজমাট বেঁধেছিল অভিনেত্রীর। মঙ্গলবার রাতেই সেটি অস্ত্রোপচার করা হয়েছে। সেই থেকে কোমায় রয়েছেন নায়িকা। তবে শুক্রবার সন্ধ্যায় খানিক স্বস্তির খবর মিলল হাসপাতাল সূত্রে। জানা গিয়েছে, বাঁ চোখ এবং বাঁ কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা। কিন্তু চিকিৎসার পরিভাষায় এখনও আশঙ্কা কাটেনি।
বৃহস্পতিবার সন্ধেয় দুই ইউনিট প্যাকড রেড ব্লাড সেল বা পিআরবিসি দেওয়া হয়েছে। রক্তচাপ অত্যন্ত কম থাকার জন্য ভেন্টিলেশনে তাঁকে ভেসোপ্রেসার দেওয়া হয়। এর ফলে তাঁর ব্লাড প্রেসার কিছুটা স্বাভাবিক হয়েছিল। গতকাল রক্তচাপ রয়েছে ১১০/৭০। পালস রেট প্রতি মিনিটে ১১২।
advertisement
advertisement
আপাতত সাত রকমের কড়া ওষুধ চলছে ঐন্দ্রিলার। স্টেরয়েড, অ্যান্টি বায়োটিক, আইভি ফ্লুয়িড ইত্যাদি ওষুধ চলছে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যে।
মঙ্গলবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ২৪ বছরের অভিনেত্রী তখন ঝিমনো অবস্থায় ছিলেন। শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার আগে আগে বারবার বমি করছিলেন বলেও জানা যায়। retroperitoneal ewing sarcoma-এ আক্রান্ত তিনি আগে থেকেই। ডান দিকে ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। পরীক্ষা করে জানা যায়, ইন্ট্রাক্র্যানিয়াল হ্যামারেজে আক্রান্ত তিনি।
advertisement
শুক্রবার সকালেই ক্যানসারজয়ী নায়িকার প্রেমিক সব্যসাচী চৌধুরী ফেসবুক পোস্টে আশ্বাস দেন,  'শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাঁ চোখ, কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা, কিন্তু আশঙ্কা কাটেনি এখনও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement