নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, অবশেষে এল সব্যসাচীর পোস্ট! লড়ছে ঐন্দ্রিলা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বাংলার হাজার হাজার মানুষের মনে আশা সঞ্চারিত করে সব্যসাচী জানালেন, তিনিই ফিরিয়ে আনবেন ঐন্দ্রিলাকে। তিনি আশ্বাস দিলেন, এই লড়াই জিতবেনই সকলের 'জিয়ন কাঠি'।
#কলকাতা: কেমন আছেন ঐন্দ্রিলা শর্মা? কেমন ভাবে সব কিছু সামলাচ্ছেন তাঁর পরিবার? কী ভাবে ঢাল হয়ে রয়েছেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরী? 'জিয়ন কাঠি'র নায়িকা ব্রেন স্ট্রোকের পর ভেন্টিলেশনে ভর্তি হতেই এই প্রশ্ন সকলের মনে। উত্তর মিলছিল না। তিন দিন পেরিয়ে গিয়েছে। সকলের জন্য প্রথম বার নিজেই ফেসবুক পোস্ট করলেন সব্যসাচী।
তাঁর লেখার শুরুতেই খানিক বিরক্তি প্রকাশ পেয়েছে। তিনি লিখেছেন, 'ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না।'

advertisement
advertisement
কিন্তু তার পরেই তাঁর কথায় অগাধ বিশ্বাস, প্রেম আর আশার আলো। সব্যসাচী লেখেন, 'শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।'
advertisement
বাংলার হাজার হাজার মানুষের মনে আশা সঞ্চারিত করে সব্যসাচী জানালেন, তিনিই ফিরিয়ে আনবেন ঐন্দ্রিলাকে। তিনি আশ্বাস দিলেন, এই লড়াই জিতবেনই সকলের 'জিয়ন কাঠি'।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 12:55 PM IST