কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েকমাসে বারবার ইডির জেরার মুখে পড়েছেন। জুন মাসের শেষেও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন সুকেশের 'গার্লফ্রেন্ড' জ্যাকলিন। ইডি সূত্রে খবর, অভিনেত্রী গ্রেফতার না হলেও তাঁর বিদেশে যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে। আগেও অভিনেত্রীকে দেশ ছাড়তে নিষেধ করেছিল ইডির বিশেষ আদালত, তবে শ্যুটিং-এর কাজে আদালতের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে বিদেশে গিয়েছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী।
advertisement
আরও পড়ুন: বোলপুর ব্যাঙ্কে লুকিয়ে অনুব্রতর আসল রহস্য? গোড়ায় ঘা সিবিআই-এর!
সম্প্রতি ইডি দিল্লি হাইকোর্টে এই মামলার চার্জশিট ফাইল করেছে। তাতে অন্যতম অভিযুক্ত হিসেবে জ্যাকলিনের নাম নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, সুকেশের থেকে মোট ৫ কোটি ৭১ লক্ষ টাকার উপহার পেয়েছেন জ্যাকলিন। এর মধ্যে ছিল ৫২ লক্ষ টাকার ঘোড়া, ৯ লক্ষ টাকার একটি পার্সিয়ান বিড়াল। এমনকী জ্যাকলিনের পরিবারের সদস্যরাও সুকেশের কাছ থেকে একাধিক উপহার পেয়েছেন বলে জানিয়েছে ইডি।
আরও পড়ুন: বোলপুর পৌঁছেই তৎপর CBI, অনুব্রতর CA-কে জিজ্ঞাসাবাদ, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে
২০০ কোটির মামলা প্রকাশ্যে আসার পরই জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইডি সূত্রে এও জানা গিয়েছে, চেন্নাইয়ে চারবার সাক্ষাৎ হয় জ্যাকলিন ও চন্দ্রশেখরের। অভিযোগ, সুকেশের হাতে যে আইফোন ১২ রয়েছে, তা দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করছিলেন। এরপর থেকেই ইডির নিশানায় জ্যাকলিন। গত বছর ডিসেম্বরে মুম্বই বিমানবন্দরে আটকানো হয় জ্যাকলিনকে। অভিনেত্রীকে ৮ ডিসেম্বর ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। পাঁচ ঘণ্টা ধরে ইডি আধিকারিকরা জেরা করেন শ্রীলঙ্কান সুন্দরীকে। আর্থিক তছরুপ প্রতিরোধ মামলার আওতায় জ্যাকলিনের অবৈধ সম্পত্তিও নাকি বাজেয়াপ্ত করেছে ইডি।