অনুপ সিং পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান এবং গোলশিফতেহ ফারাহানি। এছাড়াও রয়েছেন শশাঙ্ক অরোরা, তিলোত্তমা সোম, সারা অর্জুন, শেফালি ভূষণ ও অন্যান্য। ২০১৭ সালের ৯ অগস্ট ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ৭০ তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে, সুইজারল্যান্ডে।
আরও পড়ুনঃ অপরাজিত'র পর ফের নতুন লুকে জীতু, ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধে এবার আরও বড় চমক
ছবিটি বিষয়বস্তু রাজস্থানের থর মরুভূমির একটি লোকগাথার। এই সিনেমায় ইরফানকে দেখা যায় একজন উট ব্যবসায়ীর ভূমিকায়। যিনি কিনা নুরান নামে এক আদিবাসী মহিলার প্রেমে পড়ে। নুরানের চরিত্রে অভিনয় করবেন ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহান। নুরানের শুধু একটাই গান জানে, বিছে কামড়ানোর গান যা তিনি জুবেইদারের কাছ থেকে শিখেছেন। জুবেইদারের চরিত্রে দেখা যাবে ওয়াহিদ রেহমানকে। নুরান মরুভূমিতে খালি পায়ে হেঁটে বেড়ান এবং যাঁদের বিছে কামড়ায় তাঁদের জীবন বাঁচাতে এই গান তিনি করেন। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন তারা বিয়ের পরিকল্পনা শুরু করেন।
আরও পড়ুনঃ জানি না আমার চেহারায় কী আছে! প্রতিটা চেকপোস্টে পুলিশ আমায় আটকাত: আশফাক নিপুণ
প্যানোরামা স্টুডিওর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট ট্রেলারটি শেয়ার করেছে। প্যানোরামা স্পটলাইট এবং ৭০MM টকিজ দ্বারা উপস্থাপিত এবং এ ফেদার লাইট ফিল্মস এবং কেএনএম প্রোডাকশন দ্বারা সমর্থিত এই ছবি। ইরফানের ছেলে, অভিনেতা বাবিলও ইনস্টাগ্রামে ট্রেলারটি শেয়ার করেছেন, লিখেছেন, ‘ভালবাসা, আবেশ এবং বিশ্বাসঘাতকতার একটি হৃদয়বিদারক গল্পকে জীবন্ত করে তুলেছে।’
২০২০ সালের মার্চ মাসে মুক্তি পায় ইরফান খানের শেষ ছবি ‘আংরেজি মিডিয়ামে’। যদিও তার অনেক আগেই শেষ হয় ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-ওর শুটিং। সেই বছরের এপ্রিলে মাসে, ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান।