এসভিএফ এবং জিও স্টুডিওর যুগলবন্দি! এক ঝাঁক তারকা নিয়ে কোন কোন ছবি আসছে? জানুন

Last Updated:

প্রসেনজিৎ, অনির্বাণ থেকে সৃজিত, বাংলার একঝাঁক তারকারা কাজ করবেন এই নতুন প্রোডাকশন হাউসে

এসভিএফ এবং জিও স্টুডিওর যুগলবন্দি! এক ঝাঁক তারকা নিয়ে কোন কোন ছবি আসছে? জানুন
এসভিএফ এবং জিও স্টুডিওর যুগলবন্দি! এক ঝাঁক তারকা নিয়ে কোন কোন ছবি আসছে? জানুন
সিনেমা জগতের নির্মাতাদের ভিড়ে দুই সেরা নাম এসভিএফ অর্থাৎ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্ এবং জিও স্টুডিও৷ এবার গাঁটছড়া বাঁধছে এই দুই প্রোডাকশন হাউস৷ বাংলা সিনেমার মানোন্নয়ের জন্য এই বিশেষ উদ্যোগ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য থেকে সৃজিত মুখোপাধ্যায়ের মতো টলিউডের সেরা প্রতিভাদের নিয়ে কাজ করার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে৷
দুই প্রোডাকশন হাউসের এই জোট বাংলা সিনেমা জগতে নি:সন্দেহে এক বিরাট আলোড়ন ফেলবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনি জানিয়েছেন, ‘‘বাংলার দক্ষ প্রতিভাদের তুলে ধরবে এই জোট৷ ভারতীয় সিনেমা জগতের ক্ষেত্রে এই জোটের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷’’
advertisement
দক্ষ প্রতিভাদের তুলে ধরার পাশাপাশি ভাল গল্প নিয়ে কাজ করবে বিনোদন জগতের এই নতুন জুটি৷ এসভিএফ এবং জিও স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় বেশ কিছু ছবির কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে৷ সেগুলির মধ্যে রয়েছে সৃজিত মুখার্জীর দশম অবতার, অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘অথৈ’৷ মঞ্চে ‘অথৈ’ আগেই জনপ্রিয়তা পেয়েছিল৷ এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় থাকবেন অনির্বান ভট্টাচার্য৷ এছাড়া আগামী বছর অর্থাৎ ২০২৪-এ আসবে রাজ চক্রবর্তীর একটি সিনেমা৷ সঙ্গে ‘সোনাদার’ নির্মাতা ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় আসবে ‘বগলা মামা’, সুমন ঘোষের ‘কাবুলিওয়ালা’৷
advertisement
আগামী বেশ কিছু দুর্দান্ত সিনেমা দর্শকদের উপহার দিতে চলেছে এসভিএফ এবং জিও স্টুডিওর যৌথ উদ্যোগ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এসভিএফ এবং জিও স্টুডিওর যুগলবন্দি! এক ঝাঁক তারকা নিয়ে কোন কোন ছবি আসছে? জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement