এমন নজিরবিহীন সম্মানে সম্মানিত হয়ে আল্পুত দেবও। ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে দেবের মন্তব্য, আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। ‘‘আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আমার আন্তরিক ধন্যবাদ।’’ এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের মানুষের অগাধ ভালবাসা ও বিশ্বাসের প্রতিফলন, লিখেছেন দেব৷
advertisement
দেশের ডাকটিকিটে নিজের ছবি দেখে আপ্লুত বাংলার অভিনেতা৷ ‘‘জীবনের এই দীর্ঘ পথচলায় এমন এক অনন্য স্বীকৃতি পাবেন, তা তিনি কখনও কল্পনাও করেননি’’, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন অভিনেতা৷
প্রসঙ্গত, বিভিন্ন কারণেই বছরের শুরু থেকেই খবরের শিরোনামে রয়েছে দেব৷ একের পর এক হিট ছবি দিয়েছেন অভিনেতা, মুক্তির অপেক্ষায় তাঁর আরও কয়েকটি ছবি৷ পাশাপাশি অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্যের হয়ে গতকালই ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে ফের চর্চায় অভিনেতা৷
আরও পড়ুন: গিজারই হয়ে যেতে পারে প্রাণঘাতী! খুব সাবধান, ব্যবহারের সময় এই ভুলগুলি করলেই সর্বনাশ, এখনই জেনে নিন
শুক্রবার স্ক্রিনিং কমিটির বৈঠকে অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইলেন দেব, জানালেন ‘অনির্বাণের হয়ে আমি ক্ষমাপ্রার্থী’! তাঁর এই মন্তব্যই ইন্ধন জুগিয়েছে জল্পনায়। তাহলে কি ‘দেশু’ জুটির পুজোর ছবিতে দেখা যাবে অনির্বাণকে? টলিপাড়ার একাংশ মনে করছে, সেই জন্যই হয়তো অনির্বাণের উপর আরোপিত অলিখিত ‘নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আর্জি দেবের।
অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাত চরমে। কলাকুশলীদের বিরোধীতা করে ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তার পর থেকেই অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়েছে তাঁর উপর। শুক্রবারের বৈঠকে এই সমস্যা মিটিয়ে নেওয়ার আবেদন করেন দেব। তিনি বলেন, ”ও খুবই ভাল অভিনেতা। ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে। আমি চাই আমার ছবিতে ও থাকুক বা না থাকুক, ও অভিনয় করুক। ফেডারেশন তো টেকনিশিয়ান গিল্ডের মাথা, কাজেই আমি আমি ফেডারেশন ও তাঁর সঙ্গে স্বরূপ বিশ্বাসকে অনুরোধ করব, দয়া করে ওকে কাজ করতে দেওয়া হোক।”
