TRENDING:

Iman Chakraborty: 'পাতে না দেওয়ার মতো...', শিল্পী হিসেবে খুশি নন! কারণ জানিয়ে বিস্ফোরক ইমন

Last Updated:

Iman Chakraborty শিল্পী হিসেবে ইমন খুশি নন কেন? নিউজ18 বাংলার লাইভ অনুষ্ঠানে সেই প্রশ্নেরই উত্তর দিলেন 'তুমি যাকে ভালবাসো'-র গায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাখঢাক করে কথা তিনি আগাগোড়াই বলেন না। যা মনে, মুখেও তাই। ২০১৬ সালে ইমন চক্রবর্তীর ঝুলিতে আসে জাতীয় পুরস্কার। বলা হয়, তিনি যাতেই হাত দেন, সোনা ফলে। একের পর এক হিট গান গেয়ে ইতিমধ্যেই পায়ের তলার মাটি শক্ত করেছেন ইমন। কিন্তু তার পরেও শিল্পী হিসেবে তিনি খুশি নন কেন? নিউজ18 বাংলার লাইভ অনুষ্ঠানে সেই প্রশ্নেরই উত্তর দিলেন 'তুমি যাকে ভালবাসো'-র গায়িকা।
শিল্পী হিসেবে কেন খুশি নন ইমন
শিল্পী হিসেবে কেন খুশি নন ইমন
advertisement

ইমন বলেন, "যদি অ্যাওয়ার্ড পাওয়ার কথা বলা হয়, তবে অ্যাওয়ার্ডের ঝুলি কিন্তু আমার বেশ ভারি। কিন্তু একজন সঙ্গীতশিল্পী বা পারফর্মার হিসেবে আমি অনেকটাই পিছিয়ে। আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে।"

আরও পড়ুন: বাঙালি অভিনেত্রীর প্রেমে স্মিতা পাটিলের ছেলে, ছবি দিয়ে জল্পনার অবসান প্রতীকের

আরও পড়ুন: 'পাঠান' সফল হতেই বদলে গেল সুর! শাহরুখের গুণগান, বয়কট গ্যাংকে তুলোধনা বিবেকের

advertisement

কেরিয়ারের শুরুর দিকেই আসে জাতীয় পুরস্কার। ইমনের ঝুলিতে হিট গানের সংখ্যাও নিছক কম নয়। রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় তাঁকে। তবে গায়িকা মনে করেন, এখনও তাঁর অনেকটা পথ চলা বাকি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইমনের কথায়, "আমাকে এখনও অনেক ভাল গান গাইতে হবে। একটা অনেক বড় দায়িত্ব আমার কাঁধে রয়েছে। শুধু আমার কাঁধে নয়। আমরা যারা পারফর্ম করছি, যারা ফ্রন্টলাইনে এসে গানবাজনা করছি, তাদের কাঁধে একটা গুরুদায়িত্ব আছে। স্বর্ণযুগ কেউ না বলুক, পাতে না দেওয়ার মতোও যাতে কেউ না বলে। সেই লড়াইটা এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমাকে করে যেতে হবে।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Iman Chakraborty: 'পাতে না দেওয়ার মতো...', শিল্পী হিসেবে খুশি নন! কারণ জানিয়ে বিস্ফোরক ইমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল