ইমন বলেন, "যদি অ্যাওয়ার্ড পাওয়ার কথা বলা হয়, তবে অ্যাওয়ার্ডের ঝুলি কিন্তু আমার বেশ ভারি। কিন্তু একজন সঙ্গীতশিল্পী বা পারফর্মার হিসেবে আমি অনেকটাই পিছিয়ে। আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে।"
আরও পড়ুন: বাঙালি অভিনেত্রীর প্রেমে স্মিতা পাটিলের ছেলে, ছবি দিয়ে জল্পনার অবসান প্রতীকের
আরও পড়ুন: 'পাঠান' সফল হতেই বদলে গেল সুর! শাহরুখের গুণগান, বয়কট গ্যাংকে তুলোধনা বিবেকের
advertisement
কেরিয়ারের শুরুর দিকেই আসে জাতীয় পুরস্কার। ইমনের ঝুলিতে হিট গানের সংখ্যাও নিছক কম নয়। রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় তাঁকে। তবে গায়িকা মনে করেন, এখনও তাঁর অনেকটা পথ চলা বাকি।
ইমনের কথায়, "আমাকে এখনও অনেক ভাল গান গাইতে হবে। একটা অনেক বড় দায়িত্ব আমার কাঁধে রয়েছে। শুধু আমার কাঁধে নয়। আমরা যারা পারফর্ম করছি, যারা ফ্রন্টলাইনে এসে গানবাজনা করছি, তাদের কাঁধে একটা গুরুদায়িত্ব আছে। স্বর্ণযুগ কেউ না বলুক, পাতে না দেওয়ার মতোও যাতে কেউ না বলে। সেই লড়াইটা এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমাকে করে যেতে হবে।"