Prateik Babbar Girlfriend: বাঙালি অভিনেত্রীর প্রেমে স্মিতা পাটিলের ছেলে, ছবি দিয়ে জল্পনার অবসান প্রতীকের

Last Updated:

Prateik Babbar Girlfriend: ২০০৮ সালে 'জানে তু ইয়া জানে না'-তে জেনেলিয়া ডি'সুজার ভাইয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন প্রতীক। সেই ছিল তাঁর প্রথম বড়পর্দায় অভিনয়।

প্রতীক বব্বর
প্রতীক বব্বর
মুম্বই: টেকেনি প্রথম বিয়ে। ২০১৯ সালে বিয়ে করে প্রথম লকডাউনের সময়েই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রাক্তন স্ত্রী সানিয়া সাগর এখন অতীত। নতুন সম্পর্কে জড়িয়েছেন স্মিতা পাটিল এবং রাজ বব্বরের ছেলে, অভিনেতা প্রতীক বব্বর। বাঙালি অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন প্রতীক। আগেই জল্পনা ছিল, মুম্বইয়ের বাঙালি নায়িকা প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন প্রতীক। কিন্তু দু'জনের কেউই সেই বিষয়ে মুখ খোলেননি এতদিন। অস্বীকারও করেননি, স্বীকারও করেননি। কিন্তু প্রেম দিবসে নিজেদের প্রেমের কথা জানালেন ভক্তদের। প্রকাশ পেল ভালবাসা।
ভ্যালেন্টাইন্স ডে-তে প্রতীক দু'টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, প্রতীক আর প্রিয়া (যদিও প্রিয়ার মুখ স্পষ্ট নয়) ক্যামেরার থেকে পিঠ করে দাঁড়িয়ে আছেন। সূর্যের আলো ঠিকরে বেরিয়ে আসছে। পরের ছবিতে পুরুষের হাত এবং নারীর কাঁধ নজরে এল। দেখা যাচ্ছে। এক জনের হাতে এবং এক জনের কাঁধে একইরকম ট্যাটু করা, ভালবাসার চিহ্ন এবং অসীমতার চিহ্নর মাঝে লেখা 'পি বি'। অর্থাৎ প্রতীক বব্বর এবং প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের নাম এবং পদবীর প্রথম অক্ষরগুলি শরীরে খোদাই করা রয়েছে। ছবির ক্যাপশনেও প্রতীক তাঁদের ট্যাটুর কথাগুলিকেই সাজিয়ে দিয়েছেন।
advertisement
View this post on Instagram

A post shared by prateik babbar (@_prat)

advertisement
advertisement
অর্থাৎ একই অক্ষরের নাম ও পদবী দিয়েই মিলিয়ে দিয়েছেন নিজেদের। অনন্তর পথে হেঁটে চলেছে তাঁদের প্রেম।
advertisement
২০০৮ সালে 'জানে তু ইয়া জানে না'-তে জেনেলিয়া ডি'সুজার ভাইয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন প্রতীক। সেই ছিল তাঁর প্রথম বড়পর্দায় অভিনয়। এরপর বিভিন্ন ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে। মধুর ভাণ্ডারকরের ছবি 'ইন্ডিয়া লকডাউন'-এ শেষ বার দেখা গিয়েছিল তাঁকে। এর পর তাপসী পান্নুর সঙ্গে 'উও লড়কি হ্যাঁয় কাহা' ছবিতে অভিনয় করবেন প্রতীক।
advertisement
অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে প্রথম বার হিন্দি ছবিতে কাজ করেছিলেন প্রিয়া। ২০১৫ সালের 'জাসবা'। তা ছাড়া বহুবার তাঁকে দেখা গিয়েছে দক্ষিণী ছবিতে কাজ করেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prateik Babbar Girlfriend: বাঙালি অভিনেত্রীর প্রেমে স্মিতা পাটিলের ছেলে, ছবি দিয়ে জল্পনার অবসান প্রতীকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement