Vivek Agnihotri: 'পাঠান' সফল হতেই বদলে গেল সুর! শাহরুখের গুণগান, বয়কট গ্যাংকে তুলোধনা বিবেকের
- Published by:Sanchari Kar
Last Updated:
Vivek Agnihotri: বিবেক অগ্নিহোত্রীর গলায় অন্য সুর। 'পাঠান'-এর সাফল্যে শাহরুখ খানকে শুভেচ্ছা জানালেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক। সম্প্রতি নেটমাধ্যমে ঘুরপাক খাওয়া একটি ভিডিও দেখে অবাক নেটিজেনরা।
মুম্বই: 'বেশরম রং' নিয়ে জলঘোলার সময়ে চুপ ছিলেন না। বিতর্কের জোয়ারে গা ভাসিয়েছিলেন তিনিও। এ বার সেই বিবেক অগ্নিহোত্রীর গলায় অন্য সুর। 'পাঠান'-এর সাফল্যে শাহরুখ খানকে শুভেচ্ছা জানালেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক। সম্প্রতি নেটমাধ্যমে ঘুরপাক খাওয়া একটি ভিডিও দেখে অবাক নেটিজেনরা।
সেই ভিডিওয় বিবেক বলেন, "ক্যারিশ্মার জন্য পাঠান চলছে। শাহরুখের জনপ্রিয়তারও একটা অবদান। যে ভাবে উনি এই ছবিটির প্রচার করেছেন, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।"
এখানেই থেমে যাননি বিবেক। 'বয়কট পন্থী'দের নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। পরিচালক বলেন, "আমার মনে হয়, যাঁরা ছবিটি নিয়ে খারাপ মন্তব্য করেছেন, অকারণে বয়কটের ডাক দিয়েছেন, কিছুটা কৃতিত্ব তাঁদেরও প্রাপ্য।"
advertisement
advertisement
বিষয়টি ব্যাখ্যা করে বিবেক বলেন, "এরা আদৌ বয়কট গ্যাংয়ের সদস্য নয়। এরা নতুন খেলোয়ার। এদের মধ্যে একটা হিংস্রতা কাজ করে। এটা ওটা পুড়িয়ে দেওয়ার কথা বলে।"
advertisement
লাগাতার ব্যর্থতা, রকমারি বিতর্ক- এ সব কিছু কাটিয়ে 'পাঠান'-এর হাত ধরে প্রত্যাবর্তন শাহরুখের। বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৯৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 11:05 AM IST