অনন্যা পান্ডের সেরা কিছু রেড-হট লুক

শর্ট রেড আউটফিট ও খোলা চুলে ঝড় তুললেন সুন্দরী অনন্যা পান্ডে। 

এই লুকে তাঁর নতুন ছবি ‘গেহরাইয়াঁ’-র প্রচার করলেন অভিনেত্রী। 

রাফল দেওয়া এই ট্রেন্ডি লাল আউটফিটের সঙ্গে অনন্যা পরেছেন ম্যাচিং জুতোও।

এই আউটফিটের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে অভিনেত্রীর বক্ষ-বিভাজিকা। 

 ন্যুড মেক-আপে নজর কেড়েছে অনন্যার লাল ঠোঁট। 

এই লুকে সত্যিই দারুণ স্টাইলিশ দেখাচ্ছে সুন্দরী অভিনেত্রীকে।

রেড শর্ট আউটফিটে তাঁর ছবির শ্যুটিংয়ের স্মৃতি শেয়ার করেছেন অনন্যা।

লাল ফুল স্লিভড সোয়েটশার্টে নো-মেক আপ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

লাল স্টাইলিশ টপ ও খোলা চুলে যেন আগুন ঝরাচ্ছেন অনন্যা।

এই আউটফিটে হট অবতারে ফ্রেমবন্দি হয়েছেন বোল্ড বিউটি অনন্যা।

এই লুকে আবেদনময়ী অনন্যা ঝড় তুলেছেন ভক্তদের বুকে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন