নিজের অভিনয়ের দক্ষতায় আগে থেকেই রশ্মি দর্শকদের মন জয় করেছেন তিনি ৷ প্রতিটি বাড়ির ড্রয়িং রুম থেকে সরাসরি মনের মধ্যে জায়গা করে নিয়েছেন নিজস্বতা দিয়ে ৷ লেটেস্ট ভিডিওতেও রশ্মি দেশাই সবার মন জয় করেছেন ৷ এই ভিডিওতে সাদা রঙের পোশাকে ভক্তদের মন জয় করেছেন রশ্মি ৷ এরপরেই দেখতে পাওয়া গিয়েছে তিনি পোশাক পরিবর্তন করতে গিয়েছেন যখন তখন ক্যামেরা অন ছিল ৷
আরও পড়ুন: Coronavirus Fourth Wave: বাড়ছে করোনার গ্রাফ! বাধ্যতামূলক না হলেও এখনই মাস্ক পড়া ছাড়বেন না!
রশ্মি দেশাইয়ের পরিবর্তিত পোশাকের কথা যদি বলা হয় সেক্ষেত্রে বলা যেতে পারে ৷ অফ শোল্ডার একটি গাউন এমন পরেছেন যা রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ তার সঙ্গে মেকআপ সব মিলিয়ে বোল্ড অবতারে রশ্মি দেশাই ৷ এই লুকে অভিনেত্রীকে সর্বদা হট ও গ্ল্যামারে পরিপূর্ণ দেখতে লেগেছে ৷
হট অবতারে সবাই ফিদা হয়েছেন ৷ বহু মানুষ রশ্মির প্রশংসায় একের পর এক দুর্দান্ত মন্তব্য করেছেন ৷ বর্তমানে যদি রশ্মি দেশাইয়ের কেরিয়ারের কথা বলা হয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে রশ্মি দেশাই বেশ কিছু শোয়ের অফার পাচ্ছেন ৷ বর্তমানে টিভি শোয়ের পাশাপাশি রশ্মি দেশাই ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওতেো কাজ করছেন ৷ তাঁর ভক্তকা প্রতিটি কাজের অপেক্ষায় থাকেন যেখানে রশ্মিকে তাঁরা নিজেদের মত করে দেখতে পাবেন ৷