Tarun Majumder Passes Away: বাণিজ্যিক ছবিতে বিপুল সাফল্য, 'চাওয়া পাওয়া' পূর্ণ করে না ফেরার দেশে 'পথভোলা' তরুণ মজুমদার

Last Updated:
Tarun Majumder Passes Away: মন খারাপের সোমবার, শেষযাত্রায় সঙ্গী শুধুই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি
1/9
প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার ৷ বেশ কয়েকদিন লড়াই করার পরে আজই সকাল ১১.১৭ মিনিটে শেষ সব লড়াই ৷ শেষ হল এক যুগের ৷ ফাইল ছবি ৷
প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার ৷ বেশ কয়েকদিন লড়াই করার পরে আজই সকাল ১১.১৭ মিনিটে শেষ সব লড়াই ৷ শেষ হল এক যুগের ৷ ফাইল ছবি ৷
advertisement
2/9
বাঙালির কাছে তরুণ মজুমদার এমন একটি নাম যা কোনও ভাবেই ভুলে যাওয়া সম্ভব নয় ৷ উত্তম-সুচিত্রার চাওয়া পাওয়া দিয়ে শুরু চলচ্চিত্র পরিচালনা ৷ ফাইল ছবি ৷
বাঙালির কাছে তরুণ মজুমদার এমন একটি নাম যা কোনও ভাবেই ভুলে যাওয়া সম্ভব নয় ৷ উত্তম-সুচিত্রার চাওয়া পাওয়া দিয়ে শুরু চলচ্চিত্র পরিচালনা ৷ ফাইল ছবি ৷
advertisement
3/9
একের পর ছবিতেই তরুণ মজুমদার রেখেছেন ভাললাগার এক অন্য মাত্রা, শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা ৷ ফাইল ছবি ৷
একের পর ছবিতেই তরুণ মজুমদার রেখেছেন ভাললাগার এক অন্য মাত্রা, শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা ৷ ফাইল ছবি ৷
advertisement
4/9
পথভোলা, পরশমণি, আপন আমার আপন, চাঁদের বাড়ি, আলো, কাঁচের স্বর্গ, ফুলেশ্বরী, গণদেবতা, নিমন্ত্রণ, সংসার সীমান্তে, বালিকা বধূ, কুহেলি, সজনী গো সজনী ইত্যাদি ৷ ফাইল ছবি ৷
পথভোলা, পরশমণি, আপন আমার আপন, চাঁদের বাড়ি, আলো, কাঁচের স্বর্গ, ফুলেশ্বরী, গণদেবতা, নিমন্ত্রণ, সংসার সীমান্তে, বালিকা বধূ, কুহেলি, সজনী গো সজনী ইত্যাদি ৷ ফাইল ছবি ৷
advertisement
5/9
তিনি দেখিয়েছিলেন বাণিজ্যিক ছবির এক সফল যাত্রাপথ ৷ ১৯৩১ সালের বাংলা দেশের যশোরে জন্ম এই কিংবদন্তি পরিচালকের ৷ ফাইল ছবি ৷
তিনি দেখিয়েছিলেন বাণিজ্যিক ছবির এক সফল যাত্রাপথ ৷ ১৯৩১ সালের বাংলা দেশের যশোরে জন্ম এই কিংবদন্তি পরিচালকের ৷ ফাইল ছবি ৷
advertisement
6/9
জীবনের নানান চড়াই উতরাইয়ের সাক্ষী তরুণ মজুমদার ৷ চলচ্চিত্রের পাশাপাশি বঙ্কিম চন্দ্রের উপন্যাস দুর্গেশনন্দিনী ধারাবাহিককে সফলরূপে রূপদান করেছিলেন তরুণ মজুমদার ৷ ফাইল ছবি ৷
জীবনের নানান চড়াই উতরাইয়ের সাক্ষী তরুণ মজুমদার ৷ চলচ্চিত্রের পাশাপাশি বঙ্কিম চন্দ্রের উপন্যাস দুর্গেশনন্দিনী ধারাবাহিককে সফলরূপে রূপদান করেছিলেন তরুণ মজুমদার ৷ ফাইল ছবি ৷
advertisement
7/9
চারটি জাতীয় পুরস্কার, বেশ কয়েকটি বিএফজে, ফিল্মফেয়ার, আনন্দলোক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ৷ ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন সকলের প্রিয় তনুদা ৷ ফাইল ছবি ৷
চারটি জাতীয় পুরস্কার, বেশ কয়েকটি বিএফজে, ফিল্মফেয়ার, আনন্দলোক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ৷ ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন সকলের প্রিয় তনুদা ৷ ফাইল ছবি ৷
advertisement
8/9
প্রয়াত হয়েছেন তরুণ মজুমদার কিন্তু তাঁর সৃষ্টি বিশেষ ভাবে আকৃষ্ট করবে প্রজন্মের পর প্রজন্মকে ৷ দাদার কীর্তির তাপস পালের সেই শান্তস্নিগ্ধ দৃষ্টিভঙ্গি ৷ অথবা মহুয়ার দাপুটে অভিনয়, সহজ সরল দেবশ্রী, সব মিলিয়ে তরুণ মজুমদার যেন নিজের তুলনা নিজেই ৷ ফাইল ছবি ৷
প্রয়াত হয়েছেন তরুণ মজুমদার কিন্তু তাঁর সৃষ্টি বিশেষ ভাবে আকৃষ্ট করবে প্রজন্মের পর প্রজন্মকে ৷ দাদার কীর্তির তাপস পালের সেই শান্তস্নিগ্ধ দৃষ্টিভঙ্গি ৷ অথবা মহুয়ার দাপুটে অভিনয়, সহজ সরল দেবশ্রী, সব মিলিয়ে তরুণ মজুমদার যেন নিজের তুলনা নিজেই ৷ ফাইল ছবি ৷
advertisement
9/9
তিনি আজ না ফেরার দেশে, কোনও রকম ফুল মালা চাননি তিনি সেই কারণে কোনও রকম আয়োজন নেই, শেষযাত্রায় কোনও ফুল দেওয়া হয়নি ৷ শুধুই বুকে রবীন্দ্রনাথের গীতাজ্ঞলি ৷ ফাইল ছবি ৷
তিনি আজ না ফেরার দেশে, কোনও রকম ফুল মালা চাননি তিনি সেই কারণে কোনও রকম আয়োজন নেই, শেষযাত্রায় কোনও ফুল দেওয়া হয়নি ৷ শুধুই বুকে রবীন্দ্রনাথের গীতাজ্ঞলি ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement