বহু বছর ধরেই মডেলিং করছেন হাসিন। অভিনেত্রী হওয়ারও শখ অনেক দিনেরই। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে শামির স্ত্রীর। ব্যক্তিগত জীবন নয়, এ বার তিনি পেশার কারণে খবরের শিরোনামে।
কলকাতার এক বাঙালি মুসলমান পরিবারে জন্ম হাসিন জাহানের। শামির সঙ্গে বিয়ের আগে কলকাতাতেই মডেলিং করতেন তিনি। ২০১২ সালে আইপিএলের সময় শামি আর তাঁর প্রথম আলাপ। ২০১৪ সালের ৬ জুন বিয়ে হয় শামি এবং হাসিনের। বিয়ের পরেই মডেলিং ছেড়ে দেন হাসিন। সংসারের কাজে মগ্ন ছিলেন সেই সময়ে। সাত বছরের একটি মেয়েও রয়েছে তাঁদের, আয়রা।
আরও পড়ুন: দোলের রঙে রঙিন মহম্মদ শামির স্ত্রী,কন্যা- মেয়ের নাচের ভিডিও পোস্ট হাসিনের
২০১৮ সালে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতন, খুনের চেষ্টা, ধর্ষণ-সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন হাসিন। তার পরে তাঁর নিজের বাবা হাসিনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনেন। তিনি নাকি নিজের প্রয়াত ভাইয়ের সমস্ত সম্পত্তি বেআইনি ভাবে হাতিয়ে নিয়েছেন।
তবে হাসিন জাহানের আইনজীবী আশিস কুমার চৌধুরী নিউজ18 বাংলাকে বললেন, ''এই অভিযোগ নিয়ে হাসিনের বাবা-মা তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু শুনানির পরে বিচারপতি শম্পা সরকার এই মামলা খারিজ করে দিয়েছেন কারণ এই মামলায় কোনও ভিত্তি ছিল না।''
আরও পড়ুন: ফের প্রেমে পড়েছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান! ইঙ্গিতে বোঝালেন নিজেই
কিন্তু এত শত বিতর্কের মাঝখান থেকে তিনি মাথা তুলে দাঁড়ালেন অভিনেত্রী হিসেবে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন হাসিন।