TRENDING:

Hasin Jahan: প্রথম বার বড় পর্দায় মহম্মদ শামির স্ত্রী, সৌমিত্রর শেষ ছবিতে হাসিন

Last Updated:

শামির সঙ্গে বিয়ের পরেই মডেলিং ছেড়ে দেন হাসিন। সংসারের কাজে মগ্ন ছিলেন সেই সময়ে। সাত বছরের একটি মেয়েও রয়েছে তাঁদের, আয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রথম বার বড় পর্দায় হাসিন জাহান। ভারতীয় দলের পেসার তারকা মহম্মদ শামির স্ত্রী। ছবির নাম, 'রিয়ালিটি শো'। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি। মুক্তি পেতে চলেছে আগামী ৫ অগাস্ট। পরিচালনায় বিশিখ তালুকদার। প্রযোজনার দায়িত্বে এফসিপি প্রোডাকশনস। হাসিন এবং সৌমিত্র ছাড়া ছবিতে অভিনয় করেছেন ঋতব্রত ভট্টাচার্য, পিয়া সেনগুপ্ত, কাঞ্চনা মৈত্র, দেবিকা মুখোপাধ্যায়, সোমা চক্রবর্তী, সৌমিক বসু, তাপসী মুন, শিশুশিল্পী সমৃদ্ধি বক্সী প্রমুখ।
advertisement

বহু বছর ধরেই মডেলিং করছেন হাসিন। অভিনেত্রী হওয়ারও শখ অনেক দিনেরই। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে শামির স্ত্রীর। ব্যক্তিগত জীবন নয়, এ বার তিনি পেশার কারণে খবরের শিরোনামে।

কলকাতার এক বাঙালি মুসলমান পরিবারে জন্ম হাসিন জাহানের। শামির সঙ্গে বিয়ের আগে কলকাতাতেই মডেলিং করতেন তিনি। ২০১২ সালে আইপিএলের সময় শামি আর তাঁর প্রথম আলাপ। ২০১৪ সালের ৬ জুন বিয়ে হয় শামি এবং হাসিনের। বিয়ের পরেই মডেলিং ছেড়ে দেন হাসিন। সংসারের কাজে মগ্ন ছিলেন সেই সময়ে। সাত বছরের একটি মেয়েও রয়েছে তাঁদের, আয়রা।

advertisement

আরও পড়ুন: দোলের রঙে রঙিন মহম্মদ শামির স্ত্রী,কন্যা- মেয়ের নাচের ভিডিও পোস্ট হাসিনের

২০১৮ সালে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতন, খুনের চেষ্টা, ধর্ষণ-সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন হাসিন। তার পরে তাঁর নিজের বাবা হাসিনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনেন। তিনি নাকি নিজের প্রয়াত ভাইয়ের সমস্ত সম্পত্তি বেআইনি ভাবে হাতিয়ে নিয়েছেন।

advertisement

তবে হাসিন জাহানের আইনজীবী আশিস কুমার চৌধুরী নিউজ18 বাংলাকে বললেন, ''এই অভিযোগ নিয়ে হাসিনের বাবা-মা তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু শুনানির পরে বিচারপতি শম্পা সরকার এই মামলা খারিজ করে দিয়েছেন কারণ এই মামলায় কোনও ভিত্তি ছিল না।''

আরও পড়ুন: ফের প্রেমে পড়েছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান! ইঙ্গিতে বোঝালেন নিজেই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস
আরও দেখুন

কিন্তু এত শত বিতর্কের মাঝখান থেকে তিনি মাথা তুলে দাঁড়ালেন অভিনেত্রী হিসেবে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন হাসিন।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hasin Jahan: প্রথম বার বড় পর্দায় মহম্মদ শামির স্ত্রী, সৌমিত্রর শেষ ছবিতে হাসিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল